ভুল করছেন অমিতাভ, বুঝেও চুপ, চিন্তার ভাঁজ সকলের কপালে

Bollywood Gossip: তবে একবার শুটিং সেটে ঘটে অদ্ভুত ঘটনা। সেখানে উপস্থিত সকলেই বুঝেছিলেন অমিতাভ বচ্চন ভুল করছেন। কিন্তু সেই ভুল ধরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। কেউ স্পষ্টভাষায় বলতে পারছেন না যে ভুলটা কোথায় হচ্ছে। কী এমন করেছেন তিনি? 

ভুল করছেন অমিতাভ, বুঝেও চুপ, চিন্তার ভাঁজ সকলের কপালে

Jan 25, 2024 | 4:31 PM

অমিতাভ বচ্চন, যিনি সিনেপাড়ার ভগবান। তাঁর ভুল হতেই পারে না। সকলের অভিভাবকের মতো বচ্চন কোনওদিন শুটিং সেটে কোনও ভুলেরই কারণ হতে পারে না। এই বিশ্বাস সকলের মনে থাকলেও এটাও সত্যি যে তিনিও ভুল করেন। মানুষ। মাত্রই ভুল হয়। তিনিও একাধিকবার ভুল সিদ্ধান্তের কারণে নাজেহাল হয়েছেন। একাধিকবার বিপদের মুখে পড়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই ভুল সামলেও নিয়েছেন তিনি। তবে একবার শুটিং সেটে ঘটে অদ্ভুত ঘটনা। সেখানে উপস্থিত সকলেই বুঝেছিলেন অমিতাভ বচ্চন ভুল করছেন। কিন্তু সেই ভুল ধরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। কেউ স্পষ্টভাষায় বলতে পারছেন না যে ভুলটা কোথায় হচ্ছে। কী এমন করেছেন তিনি?

তখন কাঁটে ছবির শুট চলছে। সেটে অনেকেই উপস্থিত ছিলেন। ছিলেন সঞ্জয় দত্তও। পরিচালক সঞ্জয় গুপ্তা সিদ্ধার্থ খান্নাকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ”আমার মনে আছে আমরা কাঁটে ছবির শুট শুরু করেছিলাম। কাঁটে সিংক সাউন্ডে শুট হয়। অর্থাৎ ডাবিং করে। প্রত্যেকেই তাই স্বাভাবিক ভাবেই সংলাপ বলতে হতো। আমার মনে হয় না অমিতাভজি তখনও কোনও সিংক সাউন্ডে কাজ করেছিলেন। ফলে তিনি জানতেন না। আমরা রিহার্সাল করছিলাম। সুনীল শেট্টি, কুমার গৌরভ সবাইকে বলা হয়েছিল স্বাভাবিক করে কথা বলতে। অমিতাভ বচ্চন অন্যভাবে কথা বলছিলেন। আমি আর সঞ্জয় দত্ত চোখাচোখি করছিলাম।”

তারপর পরিচালক নিজেই বসেন অমিতাভ বচ্চনের সঙ্গে। তিনি তাঁকে বুঝিয়ে বলেন, ”স্বাভাবিকভাবেই কথা বলতে হবে। শুনে অমিতাভ প্রশ্ন করেছিলেন, আমাকে সত্যি সত্যি আসতে কথা বলতে বলা হচ্ছে? সঞ্জয় গুপ্তা আবারও তাঁকে বুঝিয়ে বলেন সবটা। আর তারপর আর কোনও সমস্যাই হয়নি।” অমিতাভ বচ্চন, যাঁর ব্যক্তিত্বের কাছে মাথানত করতেই হয়, যিনি রাজত্ব করছেন সিনেপাড়ায় দশকের পর দশক, তাঁকে বুঝিয়ে বলা সত্যি সাহসের বিষয়।