
Tv9 বাংলা ডিজিটাল: সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) মৃত্যুতে শুধু টলিপাড়ায় নয়। বলিউডের নেমে এসেছে শোকের ছায়া। একের পর এক বলি তারকা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন শোকবার্তা। তাঁদের মধ্যে রয়েছেন সমসাময়িক বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ খ্যাত অভিনেতার সাবলীল অভিব্যক্তি চোখে কেড়েছে দর্শকের। তবে এত খ্যাতি, যশ, জনপ্রিয়তা অর্জন করেও নওয়াজের মনে হয়েছে তিনি এখনও তেমন কিছুই করেননি।
আরও পড়ুন: বাবা ‘জামাই’, আমি বাংলার নাতি: অভিষেক বচ্চন
কেন নওয়াজের (Nawazuddin Siddiqui) এ হেন ধারণা?
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে তিনি অভিভূত। এক সাক্ষাৎকারে নওয়াজ জানান, “তিনি কিছু (অভিনয়) না করেই (সৌমিত্র চট্টোপাধ্যায়) কত কিছু করে ফেলতে পারেন। তাঁকে দেখে মনে হয় আমার এখনও কত পথ হাঁটা বাকি।”
It’s a huge loss to the world of Art & Cinema – The Great Thespian #SoumitraChatterjee bids his last goodbye leaving behind an extremely rich legacy to be cherished forever.
Rest In Peace ?? pic.twitter.com/ezvi8XVN4e— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) November 15, 2020
নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) লকডাউনের গোটা মরশুমে নিয়মিত একাধিক আঞ্চলিক ও আন্তর্জাতিক সিনেমা দেখেছেন। নওয়াজ বলেন, “কত শত প্রতিভাবান অভিনেতা বাংলা, তামিল নাড়ু, অন্ধ্র প্রদেশ, আসামে রয়েছেন। আর অনেকে মনে করে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় শুধু মুম্বইনগরীতে। এবং এই মিথ কমার্শিয়াল ছবিতে ভীষণভাবে বিদ্যমান। যখন আপনি সৌমিত্রবাবু কিংবা কমল হাসানের মতো অভিনেতাদের কাজ দেখবেন, আপনি অন্য মাত্রার প্রতিভার আভাস পাবেন।
First shoot after Lockdown for @TheKapilSShow – Hence without Mask ? pic.twitter.com/WvlFzkJzPm
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) November 18, 2020
তাঁরা এমনভাবে চরিত্রে মিশে যাতে পারেন, আপনি ভুলেই যাবেন বাস্তবে লোকটি কে। আমার অভিনীত চরিত্রদের ঠিক এমন হতে হবে।” এখানেই থেমে থাকেননি অভিনেতা। তিনি আরও বলেন, “আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অতিরিক্ত প্রশংসায় ভরিয়ে প্রতিভাগুলো মেরে ফেলছে। খুব তাড়াতাড়ি আমরা তাঁদের মাথায় তুলছি এবং আরও তাড়াতাড়ি তাঁদের আবার মাটিতেও ফেলছি।”