AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রিয়াঙ্কার বাড়িতে আয়কর হানা, দরজা খুলতেই ভ্যাবাচ্যাকা, তোয়ালে পরে বেরিয়ে এলেন…

Priyanka Chopra: প্রিয়াঙ্কা বলেছিলেন বলিউডে তাঁকে একঘরে করে দেওয়া হচ্ছিল। কেরিয়ার কার্যত শেষ করে দেওয়া হয়েছিল। কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে অনেকেই মনে করেছিলেন প্রিয়াঙ্কা বুঝি করণ জোহরের দিকেই আঙুল তুলেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অভিমান গোলে জল। এখন সকলের সঙ্গে সুসম্পর্ক পিগি চপসের। 

প্রিয়াঙ্কার বাড়িতে আয়কর হানা, দরজা খুলতেই ভ্যাবাচ্যাকা, তোয়ালে পরে বেরিয়ে এলেন...
| Updated on: Aug 02, 2024 | 8:36 PM
Share

প্রিয়াঙ্কা চোপড়া ও শাহিদ কাপুরের মধ্যে সম্পর্কের সমীকরণ বরাবরই ভীষণ মজবুত। একের পর এক ছবিতে তাঁদের একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে। শোনা গিয়েছিল তাঁর একসঙ্গে সম্পর্কেও রয়েছেন। সত্যি কি তাই? তা নিয়ে জল্পনাও একসময় ছিল তুঙ্গে। তবে খবর আরও বিস্ফোরক হয়ে ওঠে, যখন শোনা যায় পুলিশের হাতে অস্বস্তিকর অবস্থায় ধরা পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও শাহিদ কাপুর। ঠিক কী ঘটেছিল? ২০১১ সালে একবার আইটি অর্থাৎ আয়কর দফতর থেকে রেইড করে প্রিয়াঙ্কার বাড়িতে। আয়কর কর্তাদের দরজায় টোকা পড়তেই এ কী ঘটল! শোনা গিয়েছিল তাঁরা নাকি দরজা খুলতে দেরী করেছিলেন। আর দরজা খুলতেই অফিসাররা দেখেছিলেন শাহিদ কাপুরকে। শুধু তাই নয়, শোনা গিয়েছিল, সেদিন শাহিদ কাপুর কেবল তোয়ালে পরেই সামনে এসেছিলেন।

একবার এই বিতর্কে মুখ খোলেন প্রিয়াঙ্কা। বলেছিলেন, ‘শাহিদ তাঁর বাড়িতেই ছিল। কারণ তাঁদের বাড়ির মাঝে দূরত্ব ছিল মাত্র তিন মিনিটের। তবে তার মানে এই নয় যে যা ইচ্ছে তাই বলা যায় বা লেখা যায়। এতে যে মানুষটি সম্পর্কে আছে তাঁর ঠিক কতটা সমস্যা হতে পারে অনেকে অনুমাণ করে উঠতে পারেন না।’

সম্প্রতি একের পর এক জল্পনায় জল ঢালতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে। নিজের করা বিতর্কিত মন্তব্যকেও ধামাচাপা দিলেন তিনি। বেশ কয়েকদিন আগে থেকেই খবরের শিরোনামে বারে বারে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, কারণ বলিউড বিতর্ক। এক সাক্ষাৎকারে বলিউডকে বিস্ফোরক মন্তব্য করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রকাশ্যেই জানিয়েছিলেন বলিউডে তাঁকে একঘরে করে দেওয়া হচ্ছিল। কেরিয়ার কার্যত শেষ করে দেওয়া হয়েছিল। কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে অনেকেই মনে করেছিলেন প্রিয়াঙ্কা বুঝি করণ জোহরের দিকেই আঙুল তুলেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অভিমান গোলে জল। এখন সকলের সঙ্গে সুসম্পর্ক পিগি চপসের।