জয়া বচ্চনের রোষের মুখে অক্ষয়ের ছবি, বিষয়টা কানে যেতেই নায়ক বললেন, ‘আমি ভুল করেছি…’

তিনি ছবির নায়ক অক্ষয়ের নাম সরাসরি উল্লেখ করেননি। তবে তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে চর্চা। সেই বিতর্কে অবশেষে মুখ খুললেন অক্ষয় কুমারও। তবে কোনও পাল্টা আক্রমণ নয়, বরং বিনয়ের সঙ্গে নিজের দায় স্বীকার করে নিলেন অভিনেতা।

জয়া বচ্চনের রোষের মুখে অক্ষয়ের ছবি, বিষয়টা কানে যেতেই নায়ক বললেন, আমি ভুল করেছি...

Apr 11, 2025 | 4:39 PM

২০১৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’। তা ফের একবার উঠে এল আলোচনার কেন্দ্রে। নেপথ্যে জয়া বচ্চন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছবির নাম নিয়ে কটাক্ষ করে বসেন বর্ষীয়ান অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন। যদিও তিনি ছবির নায়ক অক্ষয়ের নাম সরাসরি উল্লেখ করেননি। তবে তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে চর্চা। সেই বিতর্কে অবশেষে মুখ খুললেন অক্ষয় কুমারও। তবে কোনও পাল্টা আক্রমণ নয়, বরং বিনয়ের সঙ্গে নিজের দায় স্বীকার করে নিলেন অভিনেতা।

সম্প্রতি এক অনুষ্ঠানে জয়া বচ্চন বলেন, “ছবিটি এমনিতেই ব্যর্থ। এমন ছবি ফ্লপ হওয়াটাই স্বাভাবিক, কারণ ছবির নামই দর্শকের মধ্যে আগ্রহ জাগাতে পারেনি। নাম শুনেই আমি ছবিটি আর দেখিনি।” এছাড়াও, তিনি সেখানে উপস্থিত দর্শকদের কাছে জানতে চান, তাঁদের মধ্যে কত জন ছবিটি দেখেছেন। হাতে গোনা কয়েকজন হাত তোলেন। এরপর জয়া মন্তব্য করেন, “দেখতেই পাচ্ছেন, আমার কথাই ঠিক।”

এই বিষয় অক্ষয় কুমারকে প্রশ্ন করা হলে, তিনি মোটেও এড়িয়ে যান না। নিজের নতুন ছবি ‘কেশরি: চ্যাপ্টার ২’-এর প্রচারে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে অক্ষয় বলেন, “জয়াজি যখন বলছেন, নিশ্চয়ই ঠিক বলছেন। ছবিটি করে আমি ভুল করেছি।” তিনি আরও বলেন, “জয়াজির মতের বিরুদ্ধে আমার কিছুই বলার নেই। উনি যেটা বলেছেন, নিশ্চয়ই ভেবে চিন্তেই বলেছেন। ওঁর যদি মনে হয় আমি ভুল করেছি, তাহলে সত্যিই ভুল করেছি।”

অক্ষয় কুমার বরাবরই তাঁর বিনয়ী স্বভাবের জন্য পরিচিত। জয়ার বক্তব্য নিয়ে বিতর্ক না বাড়িয়ে, তিনি যে সৌজন্য ও সম্মানের সঙ্গে প্রতিক্রিয়া দেন, তা বর্তমানে বেশ প্রশংসিত।