‘আপনারা মৃত্যু বিক্রি করছেন’, অভিনেতাদের একহাত নিলেন জন
John Abrahm: বলিউডে বাঘাবাঘা অভিনেতাদের এবার এক হাত নিলেন তিনি। যাঁরা বিভিন্ন সাক্ষাৎকারে শরীর কীভাবে সুস্থ রাখেন, তরুণ রাখেন, সেই বিষয় সরব হচ্ছেন, মানুষের কাছে আদর্শ হচ্ছেন, তাঁরাই তো মোটা টাকার বিনিময়ে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করছেন।
জন আব্রাহম, বলিউডের অন্যতম চর্চিত হটস্টার। যাঁকে নিয়ে মহিলা মহলে উত্তেজনা সর্বদাই থাকে তুঙ্গে। বয়স বাড়লেও ফিটনেসের দাপটে ধরে রেখেছেন নিজের ফিগার। তিনি একাই নন, বর্তমানে অধিকাংশ অভিনেতারাই শরীর সম্পর্কে বিস্তর সচেতন। কিন্তু যাঁরা একদিকে শরীর সুস্থ রাখার টিপস দেন, তারাই পাশাপাশি মৃত্যু বিক্রি করে বেড়াচ্ছেন, সেই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন জন। সম্প্রতি এক পডকাস্ট-এ এসে এই বিষয় মুখ খুললেন অভিনেতা। বলিউডে বাঘাবাঘা অভিনেতাদের এবার এক হাত নিলেন তিনি। যাঁরা বিভিন্ন সাক্ষাৎকারে শরীর কীভাবে সুস্থ রাখেন, তরুণ রাখেন, সেই বিষয় সরব হচ্ছেন, মানুষের কাছে আদর্শ হচ্ছেন, তাঁরাই তো মোটা টাকার বিনিময়ে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করছেন। এরই এবার ঘোর বিরোধিতা করলেন অভিনেতা। সরকারকেও তালিকা থেকে রাখলেন না বাদ।
জন তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত অভিনেতাদের ইঙ্গিত করেই বললেন, ‘আমি যদি সততার সঙ্গে বাঁচি, আমি যা বলে থাকি, আমি তাই করি, তবেই আমি আদর্শ মডেল। কিন্তু আমার ভুয়ো দিক তুলে ধরে মানুষের মনে বিশ্বাসের জন্ম দেওয়া, আর ব্যক্তিজীবনে অন্য মানুষ হয়ে থাকা, তাহলে সেটা নজরে আসবেই।’
এখানেই শেষ নয়, পাশাপাশি এদিন প্রতিবাদ করে জন এও বলেন, ‘যাঁরা ফিটনেস নিয়ে কথা বলেন, তাঁরাই পান মশলাকে প্রমোট করেন। আমি আমার প্রতিটা অভিনেতা বন্ধুকে ভালবাসি, আমি কাউকে অসম্মান করি না। আমি স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাই আমি আমার কথা বলছি। কিন্তু আমি মৃত্যুকে বিক্রি করি না। কারণ এটা আদর্শের বিষয়। আপনারা জানেন পান মশলার বার্ষিক আয় ৪৫০০০ কোটি টাকা? তার মানে সরকারও এটাকে সমর্থন করে। তাই এটা বেআইনি নয়। আপনারা মৃত্যু বিক্রি করছেন। এটা নিয়ে বাঁচবেন কীভাবে?’