কাদের খান, বলিউডের অন্যতম দাপুটে অভিনেতা, যিনি অভিনয়ের পাশাপাশি বহু ছবির চিত্রনাট্য লিখেছে। তবে একটা সময় আসে যখন অভিমানে বলিউড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। একসঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন কারও সঙ্গে, কেউ কেউ আবার তাঁর পরবর্তী সময়ে কেরিয়ার শুরু করেও কাছের মানুষ হয়ে উঠেছিলেন, এমন বহু অভিনেতার সঙ্গে তাঁর ছিল খুব ঘনিষ্ঠ সম্পর্ক। সকলকে নিয়ে কাজ করতেই পছন্দ করতেন কাদের খান। তালিকা থেকে বাদ পড়েনি অমিতাভ বচ্চনের নামও। অমিতাভ বচ্চন ও কাদের খানের মধ্যে সম্পর্ক ছিল বেশ ভাল। অমিতাভ বচ্চনকে অমিত বলেই ডাকতেন কাদের খান। কিন্তু একটা সময় আসে, যখন বলিউডের সমীকরণ গুলো পাল্টাতে শুরু করে।
ধীরে ধীরে অমিতাভ বচ্চন হয়ে ওঠেন বিগ বি। এমনই এক সময় গঙ্গা-যমুনা-সরস্বতী চিত্রনাট্য লিখছিলেন কাদের খান। দক্ষিণ ভারত থেকে এক প্রযোজক এসে তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি স্যারজি কে চেনেন?’ শুনে কাদের খান কিছুটা চমকে গিয়েছিলেন, ‘স্যারজি কে?’ অমিতাভ বচ্চন। অবাক হয়ে কাদের খান বলেছিলেন, ‘আমি তো ওকে অমিত বলে ডাকি, ও স্যারজি হল কবে থেকে?’ সেই প্রযোজক কাদের খানকে বলেছিলেন, ‘আমরা সবাই ওনাকে স্যারজি বলেই ডাকি।’ শুনে কিছুটা অবাক হয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার কাছে তো অমিত, আমার কাছে ও সার্জি হবে কী করে।’ এই অভিমান নিয়েই তিনি মাঝপথে থামিয়ে দিয়েছিলেন গঙ্গা-যমুনা সরস্বতীর চিত্রনাট্য লেখা। চোখের সামনে সবটা পাল্টাতে দেখে একটা সময় তিনি সরে এসেছিলেন বলিউড থেকে। নিজের মতো করে একটা জগত তৈরি করে নিয়েছিলেন। আর সেই আক্ষেপ মনের মধ্যেই পুষে রেখেছিলেন অভিনেতা।