‘বিচ্ছেদ হয়নি, সব মিথ্যে’, চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন মালাইকা-আরবাজ

Malaika-Arbaaz Divorce: জুটির বিবাহ বিচ্ছেদ হয়নি? না, হয়নি। তখনও পর্যন্ত হয়নি। কেবল বিজ্ঞাপনের চুক্তির জন্য তাঁরা খবর ছড়িয়ে দিয়েছিলেন তাঁরা আলাদা হচ্ছেন। যার কিছুদিনের মধ্যেই নিজেদের ভুল বুঝতে পেরে সকলের সামনে সত্যিটা নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।

বিচ্ছেদ হয়নি, সব মিথ্যে, চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন মালাইকা-আরবাজ

Jun 02, 2024 | 2:23 PM

”আমি নিজের জীবনকে কীভাবে দেখব, দেখাব, সেই বিষয় ভীষণ সচেতন। বিশেষ করে আমর বৈবাহিক জীবন নিয়ে তো বটেই। হঠাৎ করেই আমি দেখলাম, একটা খবর আমার ইমেজ ও স্ত্রীর মাঝে লড়াই সৃষ্টি করছে। আমরা যা করেছি, তা একটি সংস্থার বিজ্ঞাপনের জন্য করেছি। আপনাদের যদি মনে হয় এটা ভুল, তবে আমরা ভুল। ক্ষমা চেয়ে নিচ্ছি।” মালাইকা আরোরা ও আরবাজ খানের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরই এই মন্তব্য করে বসেন আরবাজ খান। মানে জুটির বিবাহ বিচ্ছেদ হয়নি? না, হয়নি। তখনও পর্যন্ত হয়নি। কেবল বিজ্ঞাপনের চুক্তির জন্য তাঁরা খবর ছড়িয়ে দিয়েছিলেন তাঁরা আলাদা হচ্ছেন। যার কিছুদিনের মধ্যেই নিজেদের ভুল বুঝতে পেরে সকলের সামনে সত্যিটা নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।

সাল ২০০৮, নিজেদের বিচ্ছেদের খবর সামনে এনেছিলেন জুটি। স্থির করেছিলেন তাঁরা নাকি আর একসঙ্গে থাকবেন না। তবে তখন তাঁদের মধ্যে প্রেম গভীর। একে অন্যকে চোখে হারান। তাই এমন খবর শুনে অনেকেই চমকে গিয়েছিলেন। তাই একটা সময় সত্যিটা সামনে আনেন তাঁরা। যদিও তখন তাঁরা জানতেন না, ১০ বছর পর সেই মিথ্যেই একদিন সত্যি হয়ে যাবে। তাঁরা সত্যি সত্যি নিজেরা আলাদা থাকার সিদ্ধান্ত নেবেন। তাঁদের পথ চলা পাল্টে যাবে। বর্তমানে তাঁরা একে অন্যের জীবন থেকে সরে এসেছেন। বিয়েও করেছেন আরবাজ। অন্যদিকে মালাইকা আরোরাও রয়েছেন অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে। যদিও সেই সম্পর্কের বর্তমান পরিস্থিতি কী, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন বর্তমান।