সিনেমায় ফিরছেন রচনা? অবশেষে সত্যিটা সামনে আনলেন ‘দিদি নম্বর ১’

Mar 25, 2025 | 5:06 PM

Rachana Banerjee: কবে পাওয়া যাবে তাঁকে বড় পর্দায়? অতীতের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, যদি তেমন কোনও চরিত্র পান, তবেই কাজ করবেন। তবে এখন তাঁর ব্যস্ততা তুঙ্গে। 

সিনেমায় ফিরছেন রচনা? অবশেষে সত্যিটা সামনে আনলেন দিদি নম্বর ১

Follow Us

জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্য়ায় বর্তমানে হুগলির সাংসদ। যদিও অনুরাগীদের কাছে আজও তিনি দিদি নম্বর ১। যাঁকে নিয়ে দর্শক মনে আজও একটা প্রশ্ন বর্তমান, তিনি কি টলিউডে আর ফিরবেন না? কবে পাওয়া যাবে তাঁকে বড় পর্দায়? অতীতের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, যদি তেমন কোনও চরিত্র পান, তবেই কাজ করবেন। তবে এখন তাঁর ব্যস্ততা তুঙ্গে।

প্রায় এক বছর কেটে গিয়েছে তাঁর এই সাংসদ পদে। এবার স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিতে চলেছেন তিনি। সেই সংক্রান্ত আলোচনা করতে সোমবারই হুগলিতে গিয়েছিলেন তিনি। পরিকল্পিত কর্মসূচি নিয়ে জেলাশাসকের সঙ্গে কথাও বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ দিলেন ‘হেল্থ টিপস।’

এদিন হুগলির জেলাশাসকের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক একটি বৈঠক করেন তৃণমূল সাংসদ। বৈঠক শেষে বেরিয়ে বলেন, “স্বাস্থ্যে উন্নয়ন আমার প্রাথমিক কাজ। আমার সংসদ এলাকার হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নত করব।” আর সেখানেই কথা প্রসঙ্গে তিনি জানান, যে ছবির জগতে ফিরছেন কি না। বললেন, ‘এখনও পর্যন্ত ভাবিনি কিছু। দেখা যাক। ভবিষ্যতের কথা বলতে পারছি না। কিন্তু যদি এখনের কথা বলেন তাহলে বলব একদম সময় পাচ্ছি না।’