গৌরীর পিছনে সমস্ত টাকা ঢালতে চেয়েছেন, ফাঁকা পকেটেই শাহরুখের স্বপ্ন দেখা
Shah Rukh Khan Untold Story: শাহরুখ খানকে সেই সময় বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গৌরী খান, যখন তিনি নিজের বাড়িটাও কিনে উঠতে পারেননি। ভাড়া বাড়িতে থাকতেন তিনি। গৌরী খান বউভাতের রাতে শাহরুখ খানের শুটিং সেটেই অপেক্ষা করে কাটিয়ে দিয়েছিলেন। আজ তাঁরা মন্নতের মালিক। আজ তাঁরা লক্ষ লক্ষ মানুষের মনে রজত্ব করছেন।
Most Read Stories