AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গৌরীর পিছনে সমস্ত টাকা ঢালতে চেয়েছেন, ফাঁকা পকেটেই শাহরুখের স্বপ্ন দেখা

Shah Rukh Khan Untold Story: শাহরুখ খানকে সেই সময় বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গৌরী খান, যখন তিনি নিজের বাড়িটাও কিনে উঠতে পারেননি। ভাড়া বাড়িতে থাকতেন তিনি। গৌরী খান বউভাতের রাতে শাহরুখ খানের শুটিং সেটেই অপেক্ষা করে কাটিয়ে দিয়েছিলেন। আজ তাঁরা মন্নতের মালিক। আজ তাঁরা লক্ষ লক্ষ মানুষের মনে রজত্ব করছেন।

| Updated on: Feb 14, 2024 | 4:22 PM
Share
শাহরুখ খান ও গৌরী খান, যাঁদের প্রেমের গল্প বারবার ভক্তমনে চর্চিত। শূন্য থেকে শুরু করেছিলেন তাঁরা। একের পর এক ঝড় সামলে আজও তাঁরা দাঁড়িয়ে আছেন দাপটের সঙ্গে।

শাহরুখ খান ও গৌরী খান, যাঁদের প্রেমের গল্প বারবার ভক্তমনে চর্চিত। শূন্য থেকে শুরু করেছিলেন তাঁরা। একের পর এক ঝড় সামলে আজও তাঁরা দাঁড়িয়ে আছেন দাপটের সঙ্গে।

1 / 8
শাহরুখ খান গৌরী খানকে খুঁজতে খুঁজতে মুম্বই চলে এসেছিলেন। তিনি তখন জানতেনই না মুম্বইতে একটা নয়, একাধিক সমুদ্র সৈকত রয়েছে।

শাহরুখ খান গৌরী খানকে খুঁজতে খুঁজতে মুম্বই চলে এসেছিলেন। তিনি তখন জানতেনই না মুম্বইতে একটা নয়, একাধিক সমুদ্র সৈকত রয়েছে।

2 / 8
তিনি পকেটে ৪০০ টাকা নিয়ে গাড়িয়ে উঠে পড়েন। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু। তাঁরাও শাহরুখের সঙ্গে গৌরীকে খুঁজছিলেন। তবে একটা সময় গিয়ে ৪০০ টাকা শেষ হয়ে যায়।

তিনি পকেটে ৪০০ টাকা নিয়ে গাড়িয়ে উঠে পড়েন। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু। তাঁরাও শাহরুখের সঙ্গে গৌরীকে খুঁজছিলেন। তবে একটা সময় গিয়ে ৪০০ টাকা শেষ হয়ে যায়।

3 / 8
ট্যাক্সির মিটার বন্ধ হয়ে যায়, শাহরুখ খানকে সেখানেই পথে নামিয়ে দেন সেই ট্যাক্সি ড্রাইভার। তখন বিরক্ত হয়ে যান তাঁর বন্ধুরা। স্পষ্ট জানিয়ে দেন, তোমার প্রেম এখানেই ইতি।

ট্যাক্সির মিটার বন্ধ হয়ে যায়, শাহরুখ খানকে সেখানেই পথে নামিয়ে দেন সেই ট্যাক্সি ড্রাইভার। তখন বিরক্ত হয়ে যান তাঁর বন্ধুরা। স্পষ্ট জানিয়ে দেন, তোমার প্রেম এখানেই ইতি।

4 / 8
যদিও হাল ছাড়েননি শাহরুখ খান। গৌরীকে খুঁজে বার করেছিলেন, আর তারপর সবটাই খুব স্পষ্ট হয়ে যায় সকলের কাছে। তাঁদের নিয়ে তাই আজও গল্প তৈরি হয়।

যদিও হাল ছাড়েননি শাহরুখ খান। গৌরীকে খুঁজে বার করেছিলেন, আর তারপর সবটাই খুব স্পষ্ট হয়ে যায় সকলের কাছে। তাঁদের নিয়ে তাই আজও গল্প তৈরি হয়।

5 / 8
প্রেম, ভালবাসা, কথা রাখার গল্প তাই যখন শাহরুখ খান বলেন, তখন অনেকেই তাঁর কথা, তাঁর সংলাপ বিশ্বাস করেন। পর্দায় তাই শাহরুখের অধিকাংশ চরিত্রই ভীষণ জীবন্ত।

প্রেম, ভালবাসা, কথা রাখার গল্প তাই যখন শাহরুখ খান বলেন, তখন অনেকেই তাঁর কথা, তাঁর সংলাপ বিশ্বাস করেন। পর্দায় তাই শাহরুখের অধিকাংশ চরিত্রই ভীষণ জীবন্ত।

6 / 8
শাহরুখ খানকে সেই সময় বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গৌরী খান, যখন তিনি নিজের বাড়িটাও কিনে উঠতে পারেননি। ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

শাহরুখ খানকে সেই সময় বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গৌরী খান, যখন তিনি নিজের বাড়িটাও কিনে উঠতে পারেননি। ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

7 / 8
গৌরী খান বউভাতের রাতে শাহরুখ খানের শুটিং সেটেই অপেক্ষা করে কাটিয়ে দিয়েছিলেন। আজ তাঁরা মন্নতের মালিক। আজ তাঁরা লক্ষ লক্ষ মানুষের মনে রজত্ব করছেন।

গৌরী খান বউভাতের রাতে শাহরুখ খানের শুটিং সেটেই অপেক্ষা করে কাটিয়ে দিয়েছিলেন। আজ তাঁরা মন্নতের মালিক। আজ তাঁরা লক্ষ লক্ষ মানুষের মনে রজত্ব করছেন।

8 / 8