বাথরুমে ভুত! সব জেনে শুনে চুপ করে শুয়ে পড়েন সোহম

Jan 10, 2025 | 5:24 PM

Soham Chakraborty: তিনি অনুভব করতে পারেন আশে পাশে কেউ একজন রয়েছে। কেউ কিছু একটা করছে, যা খুব একটা স্বাভাবিক অনুভূতি নয়। একবার কাটমান্ডু ছবির শুটিং-এ গিয়ে ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল সোহমের।

বাথরুমে ভুত! সব জেনে শুনে চুপ করে শুয়ে পড়েন সোহম

Follow Us

সোহম চক্রবর্তী, ছোট থেকে তিনি টলিউডে মাস্টার বিট্টু নামেই পরিচিত। মাত্র তিন বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। বর্তমানে একের পর এক কাজ করে চলেছেন সোহম। তবে জানেন কি, এই সোহমের সঙ্গে একাধিকবার ঘটে নানা অলৌকিক ঘটনা। যা রীতিমত চমকে দিতে পারে আপনাকেও। শুনে নিজেই অবাক হয়ে গিয়েছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। জি বাংলার শো অপুর সংসারে এসে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন সোহম চক্রবর্তী। তিনি নাকি যেখানেই যান, সেখানেই ভূত দেখেন।

তিনি অনুভব করতে পারেন আশে পাশে কেউ একজন রয়েছে। কেউ কিছু একটা করছে, যা খুব একটা স্বাভাবিক অনুভূতি নয়। একবার কাটমান্ডু ছবির শুটিং-এ গিয়ে ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল সোহমের। তিনি যে ঘরে শুয়েছিলেন তিনি অনুভব করেছিলেন, কেউ একজন আসেপাশে রয়েছে। তিনি বুঝতে পারেন খাটে কেউ যেন বসছে। রাত তখন একটা।

তিনি ভেবে দেখেন কাকে ফোন করা যায়। এই সময় মাথায় আসে তাঁর রুদ্রনীল ঘোষের কথা। তিনি সেই রাতে রুদ্রনীলের সঙ্গে শুটে ছিলেন। এরপর ক্যামেরা পার্সেনের সঙ্গে শুতেন সেখানে তিনি, সোহমের কথায়, সেই ব্যক্তিও অনুভব করেছিলেন। এখানেই শেষ নয়, সোহম এদিন আরও একটি গল্প শেয়ার করেন, ”আরও অনেক বছর আগে একটা শুট করতে গিয়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপর একটি গেস্টহাউস ছিল।” ”সেখানে গিয়েও অনুভব করেছিলাম, আমার যিনি সহকারী ছিলেন, তিনিও দেখেছিলেন, রাত্রে একটা কালো মেয়ের ছায়া বাথরুম থেকে বেরচ্ছে, পুরো ঘরটা ঘুরে ঢুকে যাচ্ছে।” সবটা শুনে অবাক হয়ে থাকেন শাশ্বত চট্টোপাধ্যায়।

Next Article