সোহম চক্রবর্তী টলিউডের অন্যতম সেরা অভিনেতা, যাঁকে নিয়ে প্রথম থেকেই ভক্ত মনে ভালবাসা ছিল অগাধ। ছোট্ট সোহম প্রথম পর্দার সামনে আসতেই মন জয় করেছিল সকলের। খুব বেশিদিন সময় লাগেনি তাঁর টলিপাড়ায় জায়গা করে নিতে। তবে একটা সময় পর চেনা সমীকরণ গুলো চোখের সামনে পাল্টাতে দেখেছিলেন তিনি। ছোট্ট অভিনেতা যখন টিনেজ, কৈশরে পা দিয়েছেন, তখন থেকেই পাল্টাতে থাকে চারপাশের পরিবেশ। ছোট থেকেই শিশুশিল্পী হয়ে গিয়েছিলাম, বাড়ে নেশা, কাজের প্রতি ভালবাসা বলে জানান সোহম।
অপুর সংসার টক শোয়ে সেই সময় ঠিক কতটা লড়াই করতে হয়েছিল সেই কাহিনি শুনিয়েছিলেন অভিনেতা। স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর পক্ষেও যে কাজ পাওয়াটা সহজ ছিল এমন নয়। গ্র্যাজুয়েশন করার পর তিনি স্থির করেছিলেন অভিনয় করবেন। আর তখন তিনি বুঝেছিলেন আসল লড়াইটা কী? মাস্টার বিট্টু ইমেজটা ভাঙা। সেই সময় অনেকের সঙ্গেই আলাপ হয়েছিল। আবার অনেককে ছোট থেকে চিনতামও। তাঁদের মধ্যে অনেকের থেকে অনেক রকমের ব্যবহার পেয়েছিলাম।
যেমন একজন ছিলেন, যাঁকে আমি ছোট থেকে জানতাম। এমনই আবদার করে বলেছিলাম, এসো না একদিন আমাদের বাড়িতে। তিনি হঠাৎ বলে বসেন, বাড়িতে যাওয়ার কী আছে, পাঠ থাকলে ডেকে পাঠাব। কথাটা শুনে সোহমের যে খুব একটা ভাল লাগেনি, তা তাঁর চোখের চাউনি স্পষ্ট করে দিয়েছিল। কতাটা বলে কিছুক্ষণ চুপ করে থাকেন তিনি। যদিও টলিপাড়ায় জায়গা করে নিতে খুব বেশি সময় নেননি।