কোথায় হারিয়ে গেলেন ‘বেদের মেয়ে জোসনা’র নায়িকা অঞ্জু ঘোষ? চিরঞ্জিত জানালেন…

Sneha Sengupta |

May 24, 2024 | 10:16 PM

Beder Meye Josna: সিনেমার জগৎ থেকে তিনি অনেকটাই দূরে সরে এসেছেন এখন। ওপার বাংলায় তাঁকে বলা হত 'হিন্দুর বেটি' আর এপার বাংলায় আসতেই তাঁর নাম হয় 'মুসলমানের বেটি'। দুঃখ করেছিলেন অঞ্জু। বলেছিলেন শিল্পের কোনও ধর্ম হয় না। তাঁর সম্পর্কে TV9 বাংলাকে কী বলেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী?

কোথায় হারিয়ে গেলেন বেদের মেয়ে জোসনার নায়িকা অঞ্জু ঘোষ? চিরঞ্জিত জানালেন...
'বেদের মেয়ে জোসনা' অঞ্জু...

Follow Us

‘বেদের মেয়ে জোসনা’ ছবিতে অভিনয় করেছিলেন বাংলাদেশের মেয়ে অঞ্জুর ঘোষ। অঞ্জু ঘোষ হলেন বাংলাদেশের নামী তারকা। তাঁকে বলা হত ইন্ডাস্ট্রির লক্ষ্মী। তিনি ছবিতে থাকা মানেই সেই ছবি হিট। কিন্তু এখন সেই অঞ্জু বিশ্বাসকে আর খুঁজেই পাওয়া যায় না। কোথায় হারিয়ে গেলেন ‘বেদের মেয়ে জোসনা’র এই নায়িকা। এক সাক্ষাৎকারে অঞ্জু প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি আর সেইভাবে কাজ করেন না। সিনেমার জগৎ থেকে তিনি অনেকটাই দূরে সরে এসেছেন এখন। ওপার বাংলায় তাঁকে বলা হত ‘হিন্দুর বেটি’ আর এপার বাংলায় আসতেই তাঁর নাম হয় ‘মুসলমানের বেটি’। দুঃখ করেছিলেন অঞ্জু। বলেছিলেন শিল্পের কোনও ধর্ম হয় না। তাঁর সম্পর্কে TV9 বাংলাকে কী বলেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী?

চিরঞ্জিত চক্রবর্তী TV9 বাংলাকে বলেছিলেন, “অঞ্জু একজন অত্যন্ত প্রতিভাময়ী অভিনেত্রী। সেই সময় তাঁর মতো স্টার খুব কমই ছিলেন। কথা বলার মধ্যে একজন মুসলমানের ছাপ ছিল তাঁর। ওপারের বাংলাটা তো অন্যরকম। এপারের মতো নয় মোটেই। ফলে সেই টানটা ছিলই অঞ্জুর। বাংলাদেশের মানুষদের মতোই কথা বলতেন তিনি। বলিউড কাজ পেতে খুবই অসুবিধা হত। এ ছাড়াও অঞ্জুর মধ্যে ছিল একটা বিরাট স্টার ফ্যাক্টর। ওই তারকাসুলভ বিষয়টার জন্য তাঁকে অনেক কাস্ট করতে অসুবিধায় পড়তেন।

Next Article