AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নন্দন-এ ‘মায়ানগর’, ‘নায়ক’, আর কোন-কোন ছবি?

Nandan: শেষ কয়েক মাসে যেসব ছবি নন্দন-এ জায়গা পায়নি, তার মধ্যে কোনগুলো দেখা যাবে সেখানে, তা নিয়ে চর্চা ছিল। শেষ পর্যন্ত নন্দন ১ পেল আদিত্য় বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‌’মায়ানগর’। আদিত্যর সঙ্গে যোগাযোগ করে জানা গেল, তিনিও খবরটি পেয়েছেন।

নন্দন-এ ‘মায়ানগর’, ‘নায়ক’, আর কোন-কোন ছবি?
| Edited By: | Updated on: Mar 06, 2025 | 4:31 PM
Share

নন্দন-এ কোন ছবির জায়গা হলো আর কোন ছবির জায়গা হলো না, তার দিকে নজর রাখেন সিনেমাপ্রেমীরা। নন্দন ১-এ কোনও ছবি জায়গা পেলে, বেশি দর্শক টানতে পারে। দর্শকদের সেই ছবি ভালো লাগলে, ছবির প্রচারেও সুবিধা হয়। নন্দন-এ টিকিটের দাম অনেকটাই কম হওয়ার কারণে এই প্রেক্ষাগৃহ দর্শকের প্রিয়। বেশ কিছু মাস বন্ধ ছিল নন্দন। আগামিকাল দরজা খুলছে। শেষ কয়েক মাসে যেসব ছবি নন্দন-এ জায়গা পায়নি, তার মধ্যে কোনগুলো দেখা যাবে সেখানে, তা নিয়ে চর্চা ছিল। শেষ পর্যন্ত নন্দন ১ পেল আদিত্য় বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‌’মায়ানগর’। আদিত্যর সঙ্গে যোগাযোগ করে জানা গেল, তিনিও খবরটি পেয়েছেন।

লক্ষণীয়, দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ ছবিটা নন্দন-এ জায়গা পায়নি। গত বছর দুর্গাপুজোর সময়ে যেসব ছবি মুক্তি পেয়েছে, সেগুলো নন্দন-এ দেখতে পাননি দর্শকরা। যার মধ্যে রয়েছে ‘সন্তান’। এই বছরের শুরু থেকে বেশ কিছু ইনডিপেনডেন্ট ছবি মুক্তি পেল। তার মধ্যে ‘গ্রিস আমাদের দেশ নয় অথবা ব্লু-ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট’ আর ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ আগামিকাল থেকে দেখানো হবে নন্দন ২-তে। ‘মায়ানগর’-এর জায়গা হয়েছে নন্দন ১-এ। সমালোচক মহলে অত্যন্ত প্রশংসিত এই ছবি।

ছবি মুক্তির সময়ে TV9 বাংলার তরফে আদিত্যকে প্রশ্ন করা হয়েছিল, ‘মায়ানগর’ ছবিটা তিনি যখন তৈরি করা শুরু করেছেন আর শহরের দর্শক যখন দেখছেন, সেই সময়ের মধ্যে দশ বছরের ব্যবধান। শহরের রাজনৈতিক অবস্থা পালটেছে ক্রমশ…

উত্তরে আদিত‍্য বলেন, ‘লেখা শুরু করেছি ২০১৫ সালে। ২০০৯-২০১০ থেকে শহর যেভাবে পালটেছে, এটা আমার তা নিয়ে প্রতিক্রিয়া। তখন সরকার বদল ঘটে। তারপর আইটি, ফোনের প্রভাবে সব শহরই বদলেছে। কলকাতাও বদলেছে। মানুষের খিদে, অ্যাম্বিশন সব কিছু বাড়ছে। ২০১৯-এ শুট করেছি ছবিটা। এখন শহর আরও বদলে গিয়েছে। এই শহরের কিছু চরিত্রের গল্প এটা । এই ছবিতে যাদের দেখবেন দর্শকরা, তাঁদের আমি দেখেছি।‘