
জনপ্রিয় ফ্যাশন ইভেন্ট মেট গালায় প্রথমবার পা রেখে নজর কাড়লেন বলিউড বাদশা শাহরুখ খান। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্য়ুটে, হাতে বাহারি লাঠি নিয়ে লাল কার্পেটে পা রাখতেই শাহরুখকে নিয়ে উন্মাদনা। ঝড়ের বেগে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল শাহরুখের মেট গালা অবতার। কিন্তু এরই মাঝে ঘটল এক কাণ্ড! মেট গালার এক বিদেশি সাংবাদিক চিনতেই পারলেন না শাহরুখকে। বলিউড বাদশাকে পাশে পেয়ে, জিজ্ঞাসা করে বসলেন, আপনি কে? নিজের পরিচয় দিন।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মেটগালার একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, দুই কৃষ্ণাঙ্গ সাংবাদিকের পাশে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ ও ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। সাংবাদিকরা সোজা শাহরুখকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? নিজের সম্পর্কে একটু বলুন! এই ভিডিও দেখে শাহরুখ অনুরাগীরা রেগে গেলেও, শাহরুখ কিন্তু শান্ত মেজাজেই সঞ্চালিকা জানিয়েছেন, তিনি ভারতের একজন ফিল্মস্টার আর তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।
শাহরুখের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শাহরুখ জানিয়েছেন, মেটগালাতে এটাই তাঁর প্রথম, এটাই তাঁর শেষ যাওয়া। শাহরুখের মতে, এই মেট গালার মতো ইভেন্টে তিনি বেমানান। সব্যসাচী না বললে, তিনি নাকি যেতেনই না!
showing only 5 seconds of SRK at the Met Gala live is just disrespectful. He’s a king, he’s shah rukh khan and Americans don’t deserve him. plus he’ll add too to Marvel, hope the rumours are true . #SRKMetGala #ShahRukhKhan #MetGala2025 pic.twitter.com/rAe8Kiz712
— M (@AtallguyM) May 5, 2025