Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুপারস্টার নাগার্জুনের স্ত্রী বাঙালি, অমলা মুখোপাধ্যায়ের আসল পরিচয় জানেন?

সুপারস্টার নাগার্জুনকে কে না চেনেন? শুধু দক্ষিণী ভারত নন, গোটা বিশ্বেই তিনি পরিচিত। জানেন কি নাগার্জুনের রয়েছে 'বং কানেকশন'। তাঁর দ্বিতীয় স্ত্রী অমলা মুখোপাধ্যায় কিন্তু জন্মসূত্রে একজন বাঙালি। কে এই অমলা? অমলা কিন্তু নাগার্জুনের দ্বিতীয় স্ত্রী।

সুপারস্টার নাগার্জুনের স্ত্রী বাঙালি, অমলা মুখোপাধ্যায়ের আসল পরিচয় জানেন?
স্ত্রীর সঙ্গে সুপারস্টার।
Follow Us:
| Updated on: Aug 10, 2024 | 8:00 PM

সুপারস্টার নাগার্জুনকে কে না চেনেন? শুধু দক্ষিণী ভারত নন, গোটা বিশ্বেই তিনি পরিচিত। জানেন কি নাগার্জুনের রয়েছে ‘বং কানেকশন’। তাঁর স্ত্রী অমলা মুখোপাধ্যায় কিন্তু জন্মসূত্রে একজন বাঙালি। কে এই অমলা? অমলা কিন্তু নাগার্জুনের দ্বিতীয় স্ত্রী। এমনকি নাগা চৈতন্য তাঁর গর্ভজাত সন্তান নয়। তবে মায়ের মতোই ভালবাসা দিয়েছেন সেই ছোট থেকে। জেনে নেওয়া যাক আক্কিনেনি পরিবারের আভ্যন্তরীণ কাহিনী। জেনে নেওয়া যাক অমলা সম্পর্কেও।

১৯৬৭ সালের ১২ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন অমলা। তাঁর বাবা ছিলেন নৌবাহিনীর অফিসার। মা ছিলেন আয়ারল্যান্ডের মানুষ। জন্মের পর বেশ কিছু বছর কলকাতায় বড় হয়ে উঠলেও কিছু বছর পর চেন্নাই চলে যায় তাঁর পরিবার। চেন্নাইয়ে কলাক্ষেত্র থেকে ভরতনাট্যম নিয়ে পড়াশোনা করেন তিনি। ইংরেজি, তামিল, তেলুগু ভাষায় তাঁর দক্ষতা নজরকাড়া। তবে বাংলা বুঝতে পারেন ভালভাবেই। এ হেন অমলার কীভাবে আলাপ হল দক্ষিণী সুপারস্টারের সঙ্গে? ১৯৮৪ সালে লক্ষ্মী ডজ্ঞুবতীর সঙ্গে বিয়ে হয়েছিল নাগার্জুনের। লক্ষ্মী ছিলেন চিত্র প্রযোজক রামানাইডুর মেয়ে। সম্বন্ধ করেই বিয়ে হয় তাঁদের। তবে সন্তান নাগা চৈতন্যের জন্মের পরেই তাঁদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ১৯৯০ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। নাগা চৈতন্য কিন্তু মা নয়, তাঁর বাবার কাছেই থাকা শুরু করেন। এমতাবস্থায় নাগার্জুনের আলাপ হয় অমলার সঙ্গে। সিনেমা করতে গিয়েই আলাপ। দেখামাত্রই পড়েন প্রেমে। দু’বছর পর ১৯৯২ সালে বিয়ে করেন অমলাকে। ১৯৯৪ সালে আসে তাঁদের সন্তান অখিল আক্কিনেনি।

দক্ষিণী পাড়ার রটনা জন্মদাত্রী মায়ের সঙ্গে সম্পর্ক রাখেন না নাগা চৈতন্য। যদিও অতীতে সাক্ষাৎকারে নাগা জানিয়েছে এ নেহাতই রটনা। সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি ফের বিয়ে করেছেন নাগা চৈতন্য। তাঁর স্ত্রীর নাম শোভিতা ধুলিপালা। তিনিও দক্ষিণের অভিনেত্রী। নাগার বিয়েতে তাঁর দুই মা-ই ছিলেন হাজির। ধুমধাম করেই হয়েছে সেই অনুষ্ঠান।