দিতিপ্রিয়া বলতে চাননি, মুখ ফসকে প্রেমিকের নাম জানালেন তাঁর মা!

Jun 22, 2024 | 3:56 PM

Ditipriya Roy: দিতিপ্রিয়ার কথায়, "এটিই আমার প্রথম অফিসিয়াল সম্পর্ক। বাড়িতে প্রথম থেকেই সবটা জানে। এখন আমার চেয়ে বেশি ও প্রিয় মায়ের কাছে”। সঠিক সময় এলে নিজেই সবটা জানাবেন, কথা দিয়েছেন তিনি। ভক্তদের কিছুতেই করবেন না নিরাশ।

দিতিপ্রিয়া বলতে চাননি, মুখ ফসকে প্রেমিকের নাম জানালেন তাঁর মা!
দিতিপ্রিয়া।

Follow Us

প্রেম করছেন দিতিপ্রিয়া রায়, এ খবর কারও অজানা নয়। সম্পর্ক নিয়ে এতটাই সিরিয়াস তিনি সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, যদি বিয়ে করতে হয় এই ছেলেকেই করবেন নয়তো করবেন না। এ হেন প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে প্রেমিকের নাম সকলের সামনে আনতে চান না তিনি। যদিও তিনি জানাতে না চাইলেও ‘ভুল’টা করে ফেলেছিলেন অভিনেত্রীর মা-ই। এক ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন প্রেমিকের নাম কী?

মেয়ের প্রেমিকের সঙ্গে এক ছবি পোস্ট করেছিলেন সুদীপ্তা রায়। লিখেছিলেন, “আমার আদরের ঋভুবাবু”। সেই ব্যক্তির ডাক নাম ঋভু। কী করেন তিনি? না, সেই সম্পর্কে কিছুই জানাননি মা-মেয়ে। তবে টিভিনাইন বাংলা আপনাকে জানাচ্ছে, ঋভু আদপে সিনেমা জগতের মানুষ নন। লং ডিসটেন্স সম্পর্কে আছেন দিতিপ্রিয়া। তবে কলকাতায় এলে দিতিপ্রিয়ার বাড়ি তাঁর যাওয়া চাই-ই। দিতিপ্রিয়ার বাবা-মাও বেশ আপন করে নিয়েছেন তাঁকে। দু’জনের আলাপও হয়েছিল কাকতালীয়া ভাবেই। তবে এর চেয়ে বেশি কিছু এখনই প্রকাশ্যে আসুক চান না দিতিপ্রিয়া। এই প্রথম সর্বসমক্ষে সম্পর্কের কথা স্বীকার করলেও তা নিয়ে কোনও অযাচিত চর্চা হোক, এমনটা তাঁর মোটেও পছন্দ নয়। টিভিনাইন বাংলা তাঁর সেই অনুরোধকে মান্যতা দিয়েই প্রকাশ্যে আনেনি পরিচয়।

দিতিপ্রিয়ার কথায়, “এটিই আমার প্রথম অফিসিয়াল সম্পর্ক। বাড়িতে প্রথম থেকেই সবটা জানে। এখন আমার চেয়ে বেশি ও প্রিয় মায়ের কাছে”। সঠিক সময় এলে নিজেই সবটা জানাবেন, কথা দিয়েছেন তিনি। ভক্তদের কিছুতেই করবেন না নিরাশ।

Next Article