Laapataa Ladies: ইনস্টায় এখনই ১০ মিলিয়ন ফলোয়ার, ‘ফুলে’র আসল বয়স জানেন?
Laapataa Ladies: ভারতে এই মুহূর্তে নেটফ্লিক্সে এক নম্বরে স্ট্রিম করছে 'লাপাতা লেডিজ' ছবিটি। কিরণ রাও পরিচালিত এই ছবির প্রতিটি ফ্রেম থেকেই চোখ ফেরানো দায়।
1 / 8
ভারতে এই মুহূর্তে নেটফ্লিক্সে এক নম্বরে স্ট্রিম করছে 'লাপাতা লেডিজ' ছবিটি। কিরণ রাও পরিচালিত এই ছবির প্রতিটি ফ্রেম থেকেই চোখ ফেরানো দায়।
2 / 8
ছবিতে সব অভিনেতাই ভাল। তবে এরই মধ্যে সবচেয়ে নজর যিনি কেড়ে নিয়েছেন তিনি ফুল, এক মিষ্টি মেয়ে। যার 'লাপাতা' অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়েই গল্পের শুরু।
3 / 8
চেনেন এই ফুলকে? জানেন তাঁর আসল বয়স? কী করেন তিনি? কীভাবে হয় রোজগার? এসব শুনলে তাজ্জব হয়ে যাবেন আপনি। ছবি দেখানো হয়েছে ফুলের বয়স মাত্র ১৮ বছর।
4 / 8
বাস্তবেও কিন্তু খুব একটা বড় নন তিনি। মানে এখনও প্রাপ্তবয়স্কও হননি ফুল। তাঁর আসল নাম নিতাংশী গোয়েল। তিনি জন্মেছেন ২০০৭ সালে। এই মুহূর্তে তাঁর বয়স মোটে ১৬ বছর।
5 / 8
তবে সামাজিক মাধ্যমে ভীষণই সক্রিয় এই ফুল। ইতিমধ্যেই তাঁর অনুরাগী ১০.২ মিলিয়ন। তাঁর জন্ম নয়ডায়। লকডাউনের সময় কনটেন্ট বানানো শুরু করেন তিনি।
6 / 8
সেখান থেকেই মেলে জনপ্রিয়তা। তবে 'লাপাতা লেডিজ'-এ সুযোগ পাওয়া মোটেও সহজ ছিল না। রীতিমতো অডিশন দিতে হয় তাঁকে।
7 / 8
অডিশনে এতটা ভাল পারফর্ম করেন যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হয়ে যান সিলেক্ট। সুযোগ পান কিরণ ও আমিরের সঙ্গে বসে লাঞ্চ করারও। কিরণও পেয়ে যান তাঁর ফুলকে।
8 / 8
আপাতত সামাজিক মাধুমে ট্রেন্ড করছে এই ছোট্ট মেয়ে, আকাশ ছুঁতে চেয়েছিলেন। ছুঁয়ে ফেলেওছেন ইতিমধ্যেই। কতটা উড়তে পারেন এখন সেটাই দেখার।