সইফের সঙ্গে এই খুদে এখন টলিউডের হ্যান্ডসাম নায়ক, চিনতে পারছেন?

Tollywood Inside: প্রথম পক্ষে তাঁর এক সন্তান রয়েছে। দ্বিতীয় পক্ষেও রয়েছে এক সন্তান। তাঁর দ্বিতীয় স্ত্রীও কিন্তু বেশ পরিচিত। কিছুদিন আগে পর্যন্ত রাজনীতির সঙ্গে তাঁর ছিল গভীর যোগাযোগ। এবারের লোকসভা নির্বাচনে যদিও তাঁর জায়গা হয়নি, যে দলের সাংসদ, সেই দলের তরফে টিকিট দেওয়া হয়নি তাঁকে। চিনতে পারলেন?

সইফের সঙ্গে এই খুদে এখন টলিউডের হ্যান্ডসাম নায়ক, চিনতে পারছেন?
কে এই নায়ক?

Apr 30, 2024 | 8:06 PM

সময় চলে যায় কুড়ি কুড়ি বছরের পর। তবু স্মৃতি থেকে যায়। স্মৃতি থেকে হাতড়ানো এমনই এক ছবি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ছবির একজনকে আপনি চেনেন, তিনি সইফ আলি খান। কিন্তু সইফের পাশের এই খুদেকে নিয়েই এখন চলছে আলোচনা। কে এই খুদে? চিনতে পারলেন? হিন্ট দেওয়া যাক। টলিউডের প্রথম সারির নায়কদের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার শেষ নেই। যদিও বিগত কয়েক বছরে হিট নেই হাতে তবে সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন স্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে।

প্রথম পক্ষে তাঁর এক সন্তান রয়েছে। দ্বিতীয় পক্ষেও রয়েছে এক সন্তান। তাঁর দ্বিতীয় স্ত্রীও কিন্তু বেশ পরিচিত। কিছুদিন আগে পর্যন্ত রাজনীতির সঙ্গে তাঁর ছিল গভীর যোগাযোগ। এবারের লোকসভা নির্বাচনে যদিও তাঁর জায়গা হয়নি, যে দলের সাংসদ, সেই দলের তরফে টিকিট দেওয়া হয়নি তাঁকে। চিনতে পারলেন? অভিনেতা নিজেও কিন্তু দাঁড়িয়েছিলেন নির্বাচনে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়ান তিনি। যদিও ভোটে তিনি জিততে পারেননি।

হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অভিনেতা যশ দাশগুপ্তের। ছবিটির ওই খুদে আদপে তিনি। কোনও এক শুটিং স্পটেই সইফে সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাঁর। ভবিষ্যতে তাঁর সঙ্গে ছবি তোলার জন্যও যে মানুষজন এভাবে অপেক্ষা করবেন, ভাবতে পেরেছিল সেই খুদে? কিছু দিন আগেই নুসরত জাহানের সঙ্গে তাঁর ছবি ‘ সেন্টিমেন্টাল’ মুক্তি পেয়েছিল। যদিও সেই ছবি বক্সঅফিসে বিশেষ ব্যবসা করেনি। ওটিই তাঁর প্রযোজিত প্রথম ছবি।