সলমন-ক্যাটরিনার ‘টাইগার ৩’-এ ভিলেন কে?

রণজিৎ দে |

Feb 12, 2021 | 4:20 PM

সলমন খানের নতুন ছবি ‘টাইগার ৩’। স্বাভাবিকভাবেই ফ্যানদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সঙ্গে আবার ক্যাটরিনা কাইফ। ডবল ধামাকা। ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন আরও একজন চর্চিত স্টার। কে তিনি?

সলমন-ক্যাটরিনার ‘টাইগার ৩’-এ ভিলেন কে?
সলমন-ক্যাটরিনা

Follow Us

সলমন খানের নতুন ছবি ‘টাইগার ৩’। স্বাভাবিকভাবেই ফ্যানদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। যদিও ছবির প্রিপ্রোডাকশন প্রাথমিক পর্যায়ে, তবু ‘টাইগার ৩’ নিয়ে এখন থেকেই পারদ চড়ছে।

এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’এর তিন নম্বর ফ্র্যানচাইজি এই ‘টাইগার ৩’। ‘ভাইজান’কে বড় পর্দায় দেখতে এখন থেকেই দিন গুনছে ফ্যানরা। সঙ্গে আবার ক্যাটরিনা কাইফ। ডবল ধামাকা। বেশ কয়েক মাস ধরেই ‘টাইগার ৩’ চর্চার শিখরে।

ধামাকা এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন আরও একজন চর্চিত স্টার। তিনি ইমরান হাসমি। ছবির সঙ্গে ঘনিষ্ঠ একজন জানিয়েছেন যশ রাজ ফিল্মসের পছন্দের তালিকায় ইমরান হাসমি প্রথমেই রয়েছেন। ইমরানের নিজের ফ্যান ফলোয়িংও ঈর্ষা করার মত। ট্রিপল ধামাকা নিয়ে তৈরি হচ্ছে ‘টাইগার ৩’।

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ‘টাইগার ৩’এর বাজেট আকাশ ছোঁয়া। প্রায় ২০০২২৫কোটি। বলিউডে অন্যতম বিগ বাজেটের ছবি হতে চলেছে ‘টাইগার ৩’।এছাড়া পাবলিসিটির জন্য আলাদা করে ২০২৫কোটি বরাদ্দ করা হয়েছে। শোনা যাচ্ছে ‘টাইগার ৩’র জন্য সলমন নিজে নেবেন ১০০কোটি।

আরও পড়ুন :বাচ্চাদের জন্মদিন কেমন কাটালেন ‘মা’ সানি লিওনি?

যশ রাজ ফিল্মস এই মুহূর্তে শাহরুখ খানকে নিয়ে ‘পাঠান’এর শুটিং করছে। কিং খান ছাড়াও এই ছবিতে আছেন জন আব্রাহাম এবং দীপিকা পাডুকোন। ‘পাঠান’এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সলমন নিজেও। ‘পাঠান’এর শুটিং শেষ করে যশ রাজ ফিল্মস ‘টাইগার ৩’এর শুটিং শুরু করবে। সব কিছু ঠিকঠাক থাকলে মার্চের শেষ থেকে শুটিং শুরু করার কথা চলছে।

Next Article