১১-তে প্রথম চুমু, ১৬-তে হারান ভার্জিনিটি, কার হাত ধরে পর্নোগ্রাফির জগতে এসেছিলেন সানি লিওনি?

Sneha Sengupta |

Mar 23, 2024 | 9:00 AM

Sunny Leone: ভারতীয় শিখ পরিবারের সন্তান সানি লিওনি। তাঁর আসল নাম কী জানেন? বালিকাবেলার 'টমবয়' সানি শুরুতে কাজ করেছেন বেকারিতে। নার্স হতে চাওয়া সানিকে হঠাৎ কে নিয়ে এসেছিলেন পর্নোগ্রাফির দুনিয়ায়? সেই কাহিনি যেন হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও।

১১-তে প্রথম চুমু, ১৬-তে হারান ভার্জিনিটি, কার হাত ধরে পর্নোগ্রাফির জগতে এসেছিলেন সানি লিওনি?
সানি লিওনি।

Follow Us

৪২ বছর বয়স। জীবনের সেকেন্ড ইনিংস শুরু হয়ে গিয়েছে একদা পর্নস্টার সানি লিওনির। স্বামী এবং তিন সন্তানের সঙ্গে সুখে সংসার করছেন তিনি। হাজার-হাজার পুরুষ এবং নারীর বুকে ব্যথা ধরানো সানির জীবন কাহিনি সিনেমার গল্পের মতো। ১৯৮১ সালের ১৩ মে, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্টারিওতে জন্মগ্রহণ করেন সানি। ভারতীয় শিখ পরিবারের সন্তান তিনি। জন্মের সময় বাবা-মা আদর করে নাম রেখেছিলেন করণজিৎ কৌর বোহরা। সেই করণজিৎ হলে উঠলেন পরবর্তী সময়ের লাস্যময়ী ব্লু ফিল্ম অভিনেত্রী সানি লিওনি। কে তাঁকে নিয়ে আসেন পর্নোগ্রাফিতে?

লাস্যময়ী, সুন্দর শরীরের অধিকারী সানি লিওনি বালিকাবেলায় নাকি ছিলেন টমবয়। বিশ্বাস হয়! তাঁর শরীর দেখে মনে হত স্রেফ খেলাধুলো করেন। রাস্তায় ছেলেদের সঙ্গে হকি খেলতেন সানি। পরিবার কট্টর শিখ ধর্মের হলেও ক্যাথলিক স্কুলেই আগাগোড়া পড়াশোনা করেছেন তিনি। বয়ঃসন্ধি ছুঁতেই তাঁর পরিবার শহর পরিবর্তন করে। ক্যালিফোর্নিয়ায় চলে যান সানি। মাত্র ১১ বছর বয়সে প্রথম চুম্বনের অভিজ্ঞতা হয় সানির। এক বাস্কেট বল খেলোয়াড় ভার্জিনিটি হরণ করে সানির। তখন তাঁর বয়স ১৬। তিনি যে বাইসেক্সচুয়াল, জানতে পারেন ১৮ বছরে গিয়ে।

পর্নোগ্রাফি জগতে পা রাখার আগে সানি লিওনি একটি বেকারিতে কাজ করতেন। পরবর্তীতে যুক্ত হয়েছিলেন একটি ট্যাক্স অ্যান্ড রিটায়ারমেন্ট ফার্মেও। নার্স হওয়ার স্বপ্ন দেখতেন সানি। রোগীর শুশ্রূষা করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ভাগ্য অন্য খেলা তৈরি করে রেখেছিল সানির জন্য। পেন্টহাউজ়় ম্যাগাজ়িনের অংশ হয়ে ওঠেন হঠাৎ করেই। পেন্টহাউজ়ের মালিক বব গুচিওন চিনতে পারেন সানির মধ্য়ে থাকা সৌন্দর্যকে। তাঁর হাত ধরেই সাহসী হয়ে উঠেছিলেন করণজিৎ, থুড়ি সানি লিওনি। ২০০৩ সালে ‘পেন্টহাউজ় পেট অফ দ্যা ইয়ার’ হয়েছিলেন। ২০০৫ সালে ভিভিড এন্টারটেইনমেন্টের সঙ্গে তিন বছরের কনট্র্যাক্ট সই করেন সানি। সেই প্রথম পর্নোগ্রাফি জগতে প্রথম পা রাখা। তাঁর প্রথম পর্নোগ্রাফি ছবির নাম ‘সানি’। ২০০৫ সালের ডিসেম্বরে মুক্তি পায় সেটি। পরের ব্লু ফিল্মটির নাম ‘ভার্চুয়াল ভিভিড গার্ল সানি লিওনি’। প্রথমে শর্ত দিয়েছিলেন কেবল লেসবিয়ান ছবিতেই অন্তরঙ্গতা দেখাবেন। কিন্তু পরবর্তীকালে তৎকালীন হবু স্বামী ম্যাট এরিকসনের সঙ্গে পর্নোগ্রাফি ছবি শুট করেন। সেই সময় তিনি স্তনের সৌন্দর্য বৃদ্ধির জন্য অস্ত্রোপচারও করেছিলেন।

ম্যাটের সঙ্গে সম্পর্কে টেকেনি সানির। ২০০৮ সাল থেকে অন্যান্য পুরুষ পর্নস্টার টমি গুন, চার্লস ডেরা, জেমস ডিনের সঙ্গে পর্নোগ্রাফি ভিডিয়ো শুটিং করেছিলেন। একাধিক পুরুষ সঙ্গীর সঙ্গেও তাঁর পর্নোগ্রাফি ভিডিয়ো রয়েছে। ২০০৯ সালে বর্তমান স্বামী এবং তৎকালীন প্রেমিক ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি করতে শুরু করেন। সেই সময় সানি পর্ন-চিত্রনাট্য লেখা শুরু করেন। পরিচালনাও করেন।

কিন্তু এখন সব কিছুই অতীত। ২০১৩ সালে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি থেকে অবসর নিয়েছেন সানি লিওনি। বিগ বসে অংশগ্রহণ করেছিলেন সানি। ভারতীয় ছবিতেও অভিনয় করেছেন তিনি। স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং তিন সন্তানকে নিয়ে ব্যস্ত রয়েছেন এখন। পরিবার অন্তঃপ্রাণ সানির অতীত নিয়ে কোনও মাথা ব্যথাই নেই। বলেছিলেন, “পরিবার পাশে থাকলেন কিছুই মনে হয় না আর।”

Next Article