প্রাক্তন স্বামীর গায়ে রাজরক্ত, ১৩ বছর পর হঠাৎ কেন বিয়ে ভাঙে জয়ার?
Jaya Ahsan: ১৩ বছর চুটিয়ে সংসার করলেও যত দিন যাচ্ছিল তত তিক্ত হচ্ছিল তাঁদের মধ্যেকার সম্পর্ক। রটেছিল, একই পেশায় কাজ করা সত্ত্বেও সাফল্যের দিক দিয়ে জয়া এগিয়ে গিয়েছিলেন অনেকটাই।

জয়া আহসান এই মুহূর্তে নিজেকে সিঙ্গল বলে দাবি করে থাকেন। তবে একসময় তাঁর ছিল এক সুখের বিবাহিত জীবন। একসময় তিনি ছিলেন গভীর প্রেমে। সম্পর্কে ছিলেন ফয়জল মাসুদ আহসানের সঙ্গে। ফয়জল ছিলেন ঢাকার নবাব আহসানউল্লাহ পরিবারের সন্তান। তাঁর পূর্বপুরুষই তৈরি করেছিলেন আহসান মঞ্জিলও। এ যেন ফয়জল ও জয়ার আলাপ হয় ১৯৯৮ সালে। শোনা যায়, একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে জয়ার সঙ্গে ফয়সালের প্রথম দেখা। শুরুটা হয়েছিল তিক্ততা দিয়ে। সময়ে আসতে পারেননি ফয়জল। আর সেই কারণে রেগে গিয়েছিলেন জয়া। কথা শোনাতেও কিন্তু একেবারেই ছাড়েননি। কিন্তু ওই যে, রাগ থেকেই বাড়ে অনুরাগ। তেমনটা হয়েছিল ওঁদের ক্ষেত্রেও। কিছু সময়ের মধ্যেই প্রেমে পড়েন তাঁরা। করে নেন বিয়েও।
১৩ বছর চুটিয়ে সংসার করলেও যত দিন যাচ্ছিল তত তিক্ত হচ্ছিল তাঁদের মধ্যেকার সম্পর্ক। রটেছিল, একই পেশায় কাজ করা সত্ত্বেও সাফল্যের দিক দিয়ে জয়া এগিয়ে গিয়েছিলেন অনেকটাই। আর সে কারণেই বাড়তে থাকে তাঁদের মধ্যে দূরত্ব। ২০১১ সালে পাকাপাকি ভাবে আলাদা হয়ে যান তাঁরা। এত বছর কেটে গেলেও আজও তাঁরা দু’জনেই সিঙ্গল।
