সরকারী সম্পত্তিতে নগ্ন ভিডিয়ো শুট, উলঙ্গ হয়ে নাচার শর্ত; বারাবার বিতর্ক তৈরি করেন পুনম
Poonam Pandey Bio: মৃত পুনম পাণ্ডে। মাত্র ৩২ বছর বয়সে প্রয়াণ ঘটেছে তাঁর। জয়ারুমুখ (সার্ভাইকাল) ক্যানসার হয়েছিল পুনমের। শুক্রবার (২ ফেব্রুয়ারি, ২০২৪) সকালে খারাপ খবরটা জানিয়েছেন পুনমের ম্যানেজার পারুল চাওলা। পুনম আসলে ছিলেন কে? কী তাঁর ব্যাকগ্রাউন্ড?