২০ এপ্রিল, ২০০৭। অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং ঐশ্বর্যা রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) জীবনে একটি বিশেষ দিন। ওই দিনই বিয়ে করেছিলেন তাঁরা। আজ তাঁদের ১৩তম বিবাহবার্ষিকী। করোনা আতঙ্কের কারণে মুম্বইতে চলছে জনতা কার্ফু। এই বিশেষ দিনটা বাড়িতেই সেলিব্রেট করছেন দম্পতি। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের। এত বছর ধরে এই জুটিকে আপনারা দেখছেন, কিন্তু তাঁদের অনস্ক্রিন চুমু খেতে দেখেছেন কি?
২০০৯-এ ওপারা উইনফ্রের শো-এ হাজির হয়েছিলেন অভিষেক-ঐশ্বর্যা। সেখানে ওপারাও তাঁদের এই প্রশ্ন করেন। কেন দম্পতি কোনও দিন অনস্ক্রিন চুমু খাননি, সেই রহস্য খোলসা করেছিলেন ওই শো-এ।
অভিষেক বলেছিলেন, “পাশ্চাত্যের মতো ভারতে প্রকাশ্যে চুমু খাওয়ার সেই সংস্কৃতি নেই। এমনটা নয়, যে কেউ মেনে নেবেন না। বরং প্রয়োজন হয় না। ভারতীয় দর্শক এর প্রয়োজনীয়তা অনুভব করেন না।”
আরও পড়ুন, ইরফানের ছবি আর সোশ্যাল ওয়ালে শেয়ার নয়, কেন এই সিদ্ধান্ত নিলেন বাবিল?
অভিষেক ওই শো-এ গিয়ে আরও জানান, হলিউডে একটি ছেলে এবং একটি মেয়ে প্রেমে পড়ার পর চুমু খাওয়া বা আরও ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়। বলিউডে সেই ঘনিষ্ঠতাটা বোঝাতে গানের ব্যবহার করা হয়। তাঁর কাছে এ ভাবে চিত্রনাট্য সাজানোটা অনেক বেশি ইন্টারেস্টিং। ফলে চিত্রনাট্যে প্রয়োজন হয়নি বলেই তিনি এবং ঐশ্বর্যা একসঙ্গে যে সব ছবিতে অভিনয় করেছেন, সেখানে অনস্ক্রিন চুমু খাওয়ার দরকার হয়নি। অভিষেকের এই বক্তব্যকে মান্যতা দিয়েছিলেন ঐশ্বর্যাও।