ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন, বলিউডের অন্যতম জুটি। যাঁদের নিয়ে বেশ কিছুমাস ধরে চর্চা তুঙ্গে। কখনও উঠে আসতে দেখা গিয়েছে তাঁদের বিবাহ বিচ্ছেদের খবর, কখনও আবার সেই জল্পনাতেই জল ঢেলে পাশাপাশি হাজির হতে দেখা গিয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যকে। তবে সব কিছুকেই বারবার ছাপিয়ে গিয়েছে তাঁদের সম্পর্কে ফাটলের খবর। ঐশ্বর্য নাকি কেরিয়ারের কথা ভেবেই এমন সিদ্ধান্তের পথে হাঁটছেন বলে বলিউডের অন্দরমহলে গুঞ্জন। বচ্চন পরিবার বরাবরই তাঁর ছবি করাকে নাকি খুব একটা ভাল চোখে দেখেনি। বিশেষ করে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির সময় তাঁকে রীতিমত সমস্যার মুখে পড়তে হয়েছিল। প্রকাশ্যে তাঁর সঙ্গে জয়া বচ্চনের ব্যবহার উষ্কে দিয়েছিল সাংসারিক অশান্তির জল্পনা। যদিও বচ্চন পরিবার বরাবরই তাঁদের অন্দরমহলের বচসা সামনে আনতে পছন্দ করে না। রেখাকে নিয়ে অমিতাভের সঙ্গে সম্পর্কের গুঞ্জন যখন তুঙ্গে, তখনও সামনে আসতে দেখা যায়নি বচ্চন পরিবারের অন্দর মহলের ছবি।
তাই এবারও বাইরে থেকে আঁচ পাওয়া বেজায় কঠিন। ২০২৩ সালের ডিসেম্বর মাসেই খবর এসেছিল সামনে। শোনা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন আলাদা থাকছেন। কেউ বলেছিলেন ঐশ্বর্যকে নাকি বচ্চন পরিবার থেকে বার করে দেওয়া হয়েছে, কেউ আবার বলেছিলেন, তিনি নিজেই মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এখন বচ্চন পরিবারের সঙ্গে মাঝে মধ্যে দেখা যাচ্ছে ঐশ্বর্যকে। তা নিয়ে আবার সিনেপাড়ার একাংশের মত, ”মেয়ের মুখের দিকে তাঁকিয়েই ঐশ্বর্য ও অভিষেক বিষয়টাকে সামনে আনছেন না।” কারণ অতীতে যখন এমন জল্পনা সামনে উঠে এসেছিল, তখন অভিষেক বচ্চন এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন, জানিয়ে দিয়েছিলেন, আঙুলে যখন আংটি রয়েছে, তখন সম্পর্ক এখনও রয়েছে। তবে সেই আংটি কিন্তু এখন আর তাঁর আঙুলে নেই। এখানেই শেষ নয়, নেটপাড়ার একাংশের প্রশ্ন, এক জল্পনার মাঝে কেন স্ত্রীর পাশে দাঁড়াচ্ছেন না তিনি? কেন স্পষ্ট করে দিচ্ছেন না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে।