বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করেছেন অঙ্কুশ হাজরা তাঁর আগামী ছবি মির্জা-কে কেন্দ্র করে। টলিপাড়ায় এখন অ্যাকশন ছবি হাতে গোনা তৈরি হচ্ছে। পারিবারিক ছবিই এখন বাংলা দর্শকদের পাতে বেশি তুলে দেওয়া হচ্ছে। এমনই সময় অভিনেতা জিৎ, অ্যাকশন ছবি নিয়েই বারবার ফিরছেন দর্শকদের দরবারে। অ্যাকশন এখন বলিউড কিংবা টলিউডের ট্রেন্ড। এবার সেই ট্রেন্ডে গা ভাসাতে দেখা গেল অভিনেতা অঙ্কুশ হাজরাকে। সব ধরনের চরিত্রেই অভিনয় করতে দেখা যায় তাঁকে। বিভিন্ন স্বাদের ছবি দর্শক দরবারে উপহার দিয়ে থাকেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি কুরবার এবার পালা মির্জা ছবির। যার টিজ়ার ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। দক্ষিণী স্টারদের কায়দায় অ্যাকশন লুকে ধরা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেতা।
এবার মুক্তি পেতে চলেছে সেই ছবির ট্রেলার। আর তারই জন্যে এবার সোশ্যাল মিডিয়ায় হাজির হতে দেখা গেল অভিনেতাকে। ভক্তদের সঙ্গে কথা বলতে এসে এক মজার প্রশ্নের মুখোমুখি হলেন। সম্প্রতি মুক্তি পাওয়া শাহরুখ খানের ছবি জওয়ান-এ ১০০০ মেয়েকে নিয়ে একটি গানের দৃশ্য শুট হয়েছিল। গানের নাম জিন্দা বান্দা। অঙ্কুশকেও এবার সেই প্রশ্ন করল এক ভক্ত, আপনার ছবিতে ১০০০ মেয়েকে নিয়ে নাচের দৃশ্য থাকছে? অঙ্কুশ হাজরা সেই প্রশ্নের উত্তরে মজা করে বললেন, দেখি, কিডনি বেচে কত টাকা পাই। এভাবেই অঙ্কুশকে মজার ছলে উত্তর দিতে দেখা যায়। পাশাপাশি বহু ভক্ত এসে অঙ্কুশকে এই বিশেষ দিনের জন্য শুভেচ্ছাবার্তা জানান। কেউ আবার জানতে চেয়েছিলেন এই ছবি বাংলাদেশে দেখা যাবে কি না, তার উত্তরেও অঙ্কুশ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই ছবি বাংলাদেশেও মুক্তি পাবে।