বলিউডে দমবন্ধ হয়ে আসছিল নার্গিসের? রাতারাতি কী সিদ্ধান্ত নিয়ে বসেন…

Nargis Fakiri: নার্গিসকে আর দেখতে পাওয়া যায় না বি-টাউনে, ঠিক কী এমন ঘটেছিল! তবে কি তিনিও নেপোটিজমের শিকার! নাকি ভাল ছবি না পেয়ে কোণ ঠাঁসা হতে বাধ্য হয়েছিলেন তিনি! না, কোনওটাই নয়। বরং একান্ত নিজের সিদ্ধান্তে তিনি স্থির করেছিলেন বলিউড থেকে বিরতি নেবেন।

বলিউডে দমবন্ধ হয়ে আসছিল নার্গিসের? রাতারাতি কী সিদ্ধান্ত নিয়ে বসেন...
Follow Us:
| Updated on: Nov 25, 2024 | 1:30 PM

বলিউডে একের পর এক ছবির কাজের প্রস্তাব ছিল হাতে, কাজও চলছিল ধুমধামে, কেরিয়ারের শুরুতেই পিক-আপ নিয়ে নার্গিস ফাকরি সকলের নজরের কেন্দ্রে নিজের জায়গা করে নিয়েছিলেন পাকা। কোথাও গিয়ে যেন সেই ছন্দেই হঠাৎ ঘটে পতন। নার্গিসকে আর দেখতে পাওয়া যায় না বি-টাউনে, ঠিক কী এমন ঘটেছিল! তবে কি তিনিও নেপোটিজমের শিকার! নাকি ভাল ছবি না পেয়ে কোণ ঠাঁসা হতে বাধ্য হয়েছিলেন তিনি! না, কোনওটাই নয়। বরং একান্ত নিজের সিদ্ধান্তে তিনি স্থির করেছিলেন বলিউড থেকে বিরতি নেবেন।

মাদ্রাস ক্যাফে থেকে যাত্রা শুরু, ম্যায় তেরা হিরো ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে চুটিয়ে অভিনয় হক বা হলিউডের স্পাই ছবিতে কাজ, নিজের দক্ষতাকে প্রমাণ করতে পেরে একের পর এক ছবির কাজ পাচ্ছিলেন তিনি। পাশাপাশি তাঁর ফিগার থেকে লুক, প্রশংসিত হওয়ার কারণে বিভিন্ন মডেলিং ও ফ্যাশন দুনিয়াতেও বেড়েছিল কদর, যার ফলে রীতিমত ব্যস্ত হয়ে পড়েছিলেন। কাজের পর কাজ। নেই বিরাম, নেই বিশ্রাম। সময় মিলত না পরিবারের সঙ্গে কথা বলার, ব্যক্তিগত জীবন বলে ছিল না কিছুই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন সেলেবস্টার।

হঠাৎ একদিন নার্গিসের মন হয়, তিনি এই জীবন চাননি, তিনি যা করছেন তাতে তিনি সুখী নন। এরপরই মত পাল্টে ফেলেন সেলেব, স্থির করেন আর অভিনয় নয়, এবার একটু পরিবার, বন্ধু কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে চান তিনি। রীতিমত অস্বস্তির মধ্যে দিয়ে ব্যালন্স খোঁজার চেষ্টায় মরিয়া হয়ে ওঠা নার্গিস ছেড়ে বসেন বি-টাউন। ২০১৭-১৮, ঠিক এই সময়টাতেই নিজের ভিতরে চরম লড়াইকে সহ্য করেন তিনি। তবে বর্তমানে তা অতীত। এখন তিনি চান, কাজ ও নিজের স্বাদ-আল্লাদের মধ্যে ভারসাম্য বজায় রেখেই চলতে, এখন তিনি চান ছন্দে ফিরতে, আগের মত অতিরিক্ত চাপ নিয়ে নয়, বরং সবটা হবে খুব স্বাভাবিকভাবেই, বর্তমানে ভাল স্ক্রিপ্টের খোঁজে সেলেব।