দেব-রুক্মিণীর রসায়নের কথা কে না জানেন। কেবল পর্দায় নয়, এই জুটি জনপ্রিয় পর্দার বাইরেও। বেশ কয়েক বছর ধরে রুক্মিণীর সঙ্গে সম্পর্ক রয়েছেন দেব। তাঁরা কবে বিয়ে করবেন, তা অবশ্য কেউ জানেন না। তবে একে-অপরের হাতটা শক্ত করে চেপে ধরে রয়েছে এই তারকা জুটি। তাঁদের কাছে বিয়েটা বড় কথা নয়। বড় কথা হল পাশে থাকা। এক সাক্ষাৎকারে দেব বলেছেন, “আমরা একে-অপরকে খুবই সাপোর্ট করি। বিয়েটা বড় ব্যাপার না।” অন্য এক সাক্ষাৎকারের রুক্মিণী বলেছিলেন, “দেব আমাকে একদিন প্রায় কাঁদতে-কাঁদতে ফ্লাইটে বলেছিল, ‘আমি তোমাকে ছবিটা করতে অনুরোধ করব না। আমি চাইব তুমি ছবিটা করবে’। করতে চাওয়া এবং করতে বলার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তাই না?” সেই সূক্ষ্ম পার্থক্য ঠিক কী, তা জানেন রুক্মিণী। কথাটা বলতে-বলতে রুক্মিনীর চোখও ছলছল করে উঠেছিল।
দেবের সঙ্গে সম্পর্কের কথা রুক্মিণীর বাড়িতে যখন জানাজানি হয়েছিল, তখন অভিনেত্রীর গালে সপাটে একটি চড় মেরেছিলেন তাঁর মা। খবরের কাগজে বিষয়টি ফলাও করে বেরিয়েছিল। রুক্মিণীর বাবার বাড়ির এক আত্মীয়ই বিষয়টিকে দেখিয়েছিলেন অভিনেত্রীর বাবা-মাকে। বোঝাতে চেয়েছিলেন, “দেখো, তোমাদের মেয়ে কী-কী করে বেড়াচ্ছে।” আত্মীয়র কাছে মেয়ের সম্পর্কের কথা শুনে মেজাজ হারিয়ে ফেলেছিলেন রুক্মিণীর মা। তাঁর গায়ে হাত পর্যন্ত তুলেছিলেন।
পরবর্তীকালে দেবকে সাদরে গ্রহণ করে নিয়েছে রুক্মিণীর পরিবার। দেব তাঁদের বাড়িরই অংশ হয়ে উঠেছেন এখন। প্রেমিকার পরিবারের সঙ্গে দেব নানা ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায়। দেবের পরিবারেও রুক্মিণী খুবই আদরের পাত্রী। অনেক ভালবাসা পান।