রাজ কাপুরকে বাবা বলে ডাকতেন না ঋষি কাপুর, কারণ কী ছিল

অভিনেতা ঋষি কাপুর বহু বছর আগে জাতীয় স্তরের একটি চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি তাঁর বাবা রাজ কাপুরকে বাবা বলে ডাকতেন না।

রাজ কাপুরকে বাবা বলে ডাকতেন না ঋষি কাপুর, কারণ কী ছিল

|

Apr 21, 2025 | 3:03 PM

কাপুর পরিবার বলিউডের প্রথম পরিবার হিসেবেই পরিচিত। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক নায়ক,পরিচালক থেকে একধিক হিট ছবি উপহার দিয়েছে। পৃথবীরাজ কাপুর থেকে এখন হালফিলের করিনা কাপুর, বছরের পর বছর রাজ করেছে বলিউড। এই পরিবারে প্রায় সকলেই তারকা। এই কাপুর পরিবারকে ঘিরে দর্শকদের কৌতুহল অপরিসীম। অভিনেতা ঋষি কাপুর ছিলেন কাপুর পরিবারের সেই নায়ক, যে তাঁর অভিনয় দক্ষতা থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য সব সময় খবরের শিরোনামে থাকতেন। তিনি তাঁর লেখা বইতে তাঁর পরিবার সম্পর্কে বহু বিতর্কিত বিষয় দর্শকদের সামনে এনেছিলেন। ক্যান্সার এর মত মারণ অসুখ ঋষি কাপুরকে কেড়ে নিয়েছিল।

বেবাক অভিনেতা ঋষি কাপুর বহু বছর আগে অনুপম খের-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি তাঁর বাবা রাজ কাপুরকে বাবা বলে ডাকতেন না, কারন হিসেবে বলেছিলেন তিনি খুব ছোট বয়স থেকে সিনেমায় অভিনয় করেছেন। প্রায় দু বছর বয়েসে রাজ কাপুর ও নার্গিস অভিনীত ছবি ‘শ্রী চারশো বিশ’ ছবিতে একটি বহুল প্রচলিত গানের দৃশ্যে অভিনয় করেন। এর পর ‘মেরা নাম জোকার ‘ ছবিতে কাজ করেন। ছোট থেকে সিনেমার সেটে দেখতেন তাঁর বাবা রাজ কাপুরকে সকলেই ‘সাহবে’ বলে সম্বোধন করেন। তাই তিনিও ‘সাহেব’ বলেই ডাকতেন। ‘ববি’ ছবির সেটে ডিম্পল রাজ কাপুরকে ডাকতেন ‘পাপা’ বলে , তাই তিনি রাজ সাহেব বলতেন।
অনুপম খের-কে দেওয়া এই সাক্ষাৎকারে ঋষি কাপুর বলেন, ” শ্যুটিং এর সেটে প্রায় সকলে বাবাকে রাজ সাহেব বলতেন। আমার বন্ধুরা অনেকে বাবাকে অ্যাসিস্ট করতেন তারাও বাবাকে সাহেব বলেই ডাকতেন, তাই আমিও সাহেব বলে সম্বোধন করি। আমি আমার বাবাকে খুবই ভালবাসি, শ্রদ্ধা করি, তবুও যখনই কথা বলি রাজ সাহেব বলেই সম্বোধন করি।”