ভোটের আবহে কেন হঠাৎই কলকাতায় কাজল? ফিরছেন না এখনই…

Kajol: আজকাল আর বড় পর্দায় দেখাই যায় না কাজলকে। তবে ওয়েব সিরিজে তিনি চুটিয়ে কাজ করছেন। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ট্রায়ালেও তাঁর কাজ বেশ নজর কেড়েছে। সিরিজে ছিলেন যিশু সেনগুপ্তও।

ভোটের আবহে কেন হঠাৎই কলকাতায় কাজল? ফিরছেন না এখনই...
ভোটের আবহে কেন হঠাৎই কলকাতায় কাজল?

Mar 29, 2024 | 10:11 PM

শুক্রবার সকাল থেকেই বিমানবন্দরে ব্যস্ততা আর পাঁচটা দিনের চেয়ে বেশি। হবে নাই বা কেন? আসছেন কাজল। মুম্বই থেকে আচমকাই কলকাতায় আগমন তাঁর। ভোটের আবহে যখন সারা দেশ উত্তাল, রোজই রাজনীতির বাইরের মুখ হয়ে পড়ছেন প্রার্থী বাঙালি কাজলেরও কি রয়েছে এরকম কোনও প্ল্যানিং? এ প্রশ্ন উঠতেই সামনে এল সত্যি। জানা গেল তাঁর কলকাতায় আসার আসল কারণ। না, ভোট নয়, বরং কাজের কারণেই কলকাতায় এসেছেন তিনি।

সূত্র জানাচ্ছে, পরিচালক বিশাল ফুরিয়ার ছবি ‘মা’য়ের শুটিংয়ের কারণেই কলকাতায় আগমন তাঁর। তবে শুধু তিনি নন, ছবিতে রয়েছে রণিত রায়ও। এ দিন শহরে আসেন তিনিও। তবে কলকাতায় শুটিং হবে না এই ছবির। বরং, শান্তিনিকেতনে সাত দিনের শিডিউল নিয়ে এসেছেন কাজল। গত বছরই শোনা গিয়েছিল এই বছরের শুরুর দিকে শহরে আসবেন কাজল। তবে বেশ কিছু কারণে তা পিছিয়ে যায়। অবশেষে মার্চে কলকাতায় এলেন তিনি। দুই বাঙালিকে নিয়ে তৈরি এই ছবি দর্শক মনে কতটা জায়গা করে এখন সেটাই দেখার।

আজকাল আর বড় পর্দায় দেখাই যায় না কাজলকে। তবে ওয়েব সিরিজে তিনি চুটিয়ে কাজ করছেন। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ট্রায়ালেও তাঁর কাজ বেশ নজর কেড়েছে। সিরিজে ছিলেন যিশু সেনগুপ্তও।