AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধর্মেন্দ্রকে ভালবেসে বিয়ে করেও আলাদাই থাকতেন হেমা, কেন জানেন?

এই সম্পর্ক নিয়ে সমাজের সমালোচনার মুখেও কখনও পিছিয়ে যাননি হেমা। তিনি বলেন, “আমাদের দিকে আঙুল তোলা হয়েছিল, অভিযোগ করা হয়েছিল। মানুষ পিছনে অনেক কথা বলতো। তবুও আমি অনুতপ্ত নই, কারণ ধর্মজি আমাকে সুখী করেছেন— আর আমি শুধু সেই সুখটাই চেয়েছিলাম।”

ধর্মেন্দ্রকে ভালবেসে বিয়ে করেও আলাদাই থাকতেন হেমা, কেন জানেন?
| Edited By: | Updated on: Nov 11, 2025 | 12:02 PM
Share

বলিউডেধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেমের গল্প আজও এক অনন্য অধ্যায়। ১৯৭০ সালের “তু হাসিন ম্যায় জওয়ান” ছবির সেটে তাঁদের প্রথম দেখা, আর সেখান থেকেই শুরু প্রেমপর্ব। তবে এই সম্পর্ক শুরু থেকেই ছিল বিতর্কিত, কারণ তখন ধর্মেন্দ্র বিবাহিত। প্রকাশ কৌরের সঙ্গে সংসার করছিলেন এবং তাঁদের চার সন্তানও ছিল — সানি, ববি, বিজেতা ও অজিতা— ছিল।

হেমা মালিনী তাঁর আত্মজীবনী “Hema Malini: Beyond the Dream Girl”-এ তিনি লিখেছেন, “আমি কারও জীবন নষ্ট করতে চাইনি। শুধু চেয়েছিলাম শান্তি আর সম্মান নিয়ে বাঁচতে। ধর্মজি আমার ও আমার মেয়েদের জন্য যা করেছেন, তাতে আমি খুশি।” তিনি আরও জানান, সংসারে শান্তি বজায় রাখতে ইচ্ছাকৃতভাবেই ধর্মেন্দ্র থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেন।

এই সম্পর্ক নিয়ে সমাজের সমালোচনার মুখেও কখনও পিছিয়ে যাননি হেমা। তিনি বলেন, “আমাদের দিকে আঙুল তোলা হয়েছিল, অভিযোগ করা হয়েছিল। মানুষ পিছনে অনেক কথা বলতো। তবুও আমি অনুতপ্ত নই, কারণ ধর্মজি আমাকে সুখী করেছেন— আর আমি শুধু সেই সুখটাই চেয়েছিলাম।” তিনি আরও যোগ করেন, “আমি পুলিশ অফিসার নই যে প্রতিদিন তাঁর খোঁজ রাখব। তিনি জানেন, একজন পিতা হিসেবে তাঁর দায়িত্ব কী।”

একটি পুরনো সাক্ষাৎকারে হেমা মালিনী স্বীকার করেন, “এভাবে কেউ থাকতে চায় না, কিন্তু পরিস্থিতি মেনে নিতে হয়। আমি দুঃখিত নই, বরং নিজের জীবনে সন্তুষ্ট। আমার দুই সন্তান আছে, আমি তাঁদের ভালভাবে মানুষ করেছি।” সব জটিলতা, সমালোচনা ও দূরত্ব সত্ত্বেও ধর্মেন্দ্র ও হেমা মালিনীর সম্পর্ক আজও টিকে আছে — ভালবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার দৃঢ় বন্ধনে।