‘তুমি জনপ্রিয় বা ফেমাস নও’, পরিবারের কাকে চোখ রাঙানি করিনার?

Jan 11, 2025 | 9:00 PM

Kareena Kapoor: প্রথম করিশ্মা কাপুর, যিনি স্থির করেছিলেন, অভিনয় জগতে পা রাখবেন। রাতারাতি হয়েছিলেন সফল। দিদিকেই অনুসরণ করে সিনেপাড়ায় হাজির হয়েছিলেন করিনা কাপুর।

তুমি জনপ্রিয় বা ফেমাস নও, পরিবারের কাকে চোখ রাঙানি করিনার?

Follow Us

করিনা কাপুর খান, কাপুর পরিবারের ছক ভেঙে যিনি দিদির দেখানো পথে হেঁটেছিলেন। করিশ্মা কাপুর, প্রথম কাপুর পরিবারের মেয়ে যিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। শুরু করেছিলেন নতুন সফর। অতীতে কাপুর পরিবারের কোনও মহিলাকে অভিনয় করতে দেখা যায়নি। কাপুর পরিবারে বিয়ে হয়ে এলেও কেরিয়ারে সেখানেই ইতি টানতে হয়। তবে প্রথম করিশ্মা কাপুর, যিনি স্থির করেছিলেন, অভিনয় জগতে পা রাখবেন। রাতারাতি হয়েছিলেন সফল। দিদিকেই অনুসরণ করে সিনেপাড়ায় হাজির হয়েছিলেন করিনা কাপুর। একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়ে নজর কেড়েছেন তিনি।

সংসার ও কেরিয়ার, ব্যালন্স করে চলছেন তিনি। বহু পরিশ্রম করে হয়েছেন জনপ্রিয়। তাই এবার কাকে চোখ রাঙালেন তিনি? বুঝিয়ে দিলেন এমনি এমনি জনপ্রিয় হওয়া যায় না। না, সে আর কেউ নয়, করিনার বড় ছেলে তৈমুর আলি খান। সম্প্রতি নিজের ছবির প্রচারে এসে এই প্রসঙ্গ তুললেন বেবো। তৈমুর সর্বাধিক চর্চিত স্টারকিড। জন্মলগ্ন থেকেই জনপ্রিয়তা তুঙ্গে। তাই বলে সে ফেমাস, এটা মানতে নারাজ করিনা। বললেন, ‘তৈমুর আমার প্রশ্ন করেন– আমি কি জনপ্রিয়?’ তৈমুরের প্রশ্নে করিনার স্পষ্ট উত্তর, ‘না, তুমি জনপ্রিয় কিংবা ফেমাস নও, আমি জনপ্রিয়। তুমি কেউ নও। তুমি কিছু করনি। ও সবটা বুঝে বলে, ‘একদিন হয়তো আমিও কিছু করব’।

প্রসঙ্গত, ছোট থেকেই তৈমুর সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তার ওপরও সদা ক্যামেরা থাকে তাক করা। একের পর এক খবরে উঠে আসে তার নাম। তবে তৈমুর নাকি অভিনয় জগতে আসতে চাইবে না বলেই ধারণা করিনা কাপুর খানের। তিনি একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তৈমুরের ফুটবলের প্রতি আকর্ষণ। তবে বড় হয়ে কোন পেশা সে বেছে নেয়, তার উত্তর সময় দেবে।

Next Article