
অভিনেত্রী মানসী সিনহা ছোট পর্দা থেকে বড় পর্দায় এখন দাপিয়ে অভিনয় করেছেন। দর্শকদের হৃদয় জয় করে তিনি হাত পাকিয়েছেন পরিচালনাতেও। ‘এটা আমাদের গল্প’, ‘৫নং স্বপ্নময় লেন’ দর্শকদের ভালবাসা পেয়েছে। শুরু করেছেন নতুন ছবি তৈরির পরিকল্পনা। আজ তাঁর জন্মদিন। সকালে ঘুম থেকে উঠেই পরোটা আর ঘুঘনি খেতে খেতেই Tv9 বাংলাকে জানালেন, কেক কাটার আজ হবে না। আগামীকাল স্বামী কলকাতায় ফিরলে জমিয়ে জন্মদিন পালন হবে, পোলাও মাংশ রান্নার দায়িত্ব নিয়েছে ছোট ছেলে।
পরিচালনার দায়িত্ব কাঁধে নেওয়ার পর থেকেই ছোট পর্দার দর্শক মানসীকে সেই ভাবে পাচ্ছেন না। তিনি নতুন কোনও ধারাবাহিকে কাজ করবেন? প্রশ্নের উত্তরে বললেন, “আমি সিরিয়াল আর করবো না। কারণ আমার শরীর দিচ্ছে না। পায়ের সমস্যা রয়েছে। বহুদিন ধারাবাহিকে কাজ করেছি, এখন আর ধৈর্য্যে নেই। তাছাড়া আগামীতে যদি বহুদিন ধরে আমায় ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয়, তাহলে অবশ্যই ধীরে চলতে হবে। তবে ধারাবাহিকের দর্শকদের থেকে অনেক ভালবাসা পেয়েছি। তবে এখন আর ধারাবাহিকের কাজ করছি না।”
টলিপাড়ার অন্দরের খবর উইন্ডোজের প্রযোজনার আগামী ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মানসী সিনহা, অনামিকা সাহা। পরিচালনার দায়িত্বে থাকবেন অরিত্র মুখোপাধ্যায়। এই বিষয়ে অভিনেত্রী মানসী সিনহাকে প্রশ্ন করলে, তিনি মুখে কুলুপ এটেছেন। তবে নিজের আগামী ছবি ‘আয়না মানুষ ‘ এর চিত্রনাট্য নিয়ে ব্যস্ততার কথা জানিয়েছেন টিভিনাইন বাংলার কাছে। আগামী অগস্ট মাসেই হতে পারে ছবির শ্যুট। ইতিমধ্যেই মানসী সিনহার পরিচালনায় দুটি ছবি দর্শকদের পাশাপাশি ইন্ডাস্ট্রির খ্যাতনামা ব্যক্তিদের প্রশংসা কুড়িয়েছে। মানসী সিনহা নিজের ছবির প্রচারেও নানা ধরনের কৌশল নিয়ে থাকেন। কখনও হল ভিজিট করে দর্শকদের সঙ্গে মিশে যাচ্ছেন, তো কখনও টোটো করে পাড়ায় পাড়ায় ঘুরছেন মাইক হাতে। সাধারণ মানুষের জন্য গল্প বলতে ভালবাসেন পরিচালক মানসী সিনহা।