
বলিউডের ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের মধ্যে প্রথম থেকেই কৌতূহলের পারদ তুঙ্গে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে শ্রীরামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। তাঁর বিপরীতে সীতা মাতার চরিত্রে দেখা যাবে দক্ষিণী ছবির অভিনেত্রী সাই পল্লবীকে। রামনবমীর দিনে এই ছবির প্রযোজনা সংস্থা থেকে উপহার স্বরূপ এক পোস্টার সামনে আনা হয়েছে। যাতে রণবীর কাপুরকে শ্রী রামের ভূমিকায় দেখা যায়। তবে, এই পোস্টারে রণবীরের লুক সামনে আনা হয়নি। তবে এই ছবি দেখে কেন সোশ্যাল মিডিয়ায় আচমকা শোরগোল শুরু হয়ে যায়? চলুন জেনে নেওয়া যাক।
পোস্টারটি প্রকাশের পরই অনুরাগীদের মনে উত্তেজনার পারদ ছল তুঙ্গে। তবে কিছুক্ষণ পরেই তাঁদের আনন্দে ভাটা পড়ে, যখন জানা যায় যে, এটি আসলে একটি ফ্যানদের তৈরি পোস্টার। নির্মাতারা নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “আমাদের ভগবান শ্রী রামের জন্ম, যিনি তাঁর জীবনে ধার্মিকতা, সহিষ্ণুতা এবং ক্ষমার পথ দেখিয়েছিলেন। তাঁর এই গুণগুলি তাঁকে কেবল আদর্শ মানুষই করে তোলে না, বরং তিনি সাধারণের ঈশ্বর হয়ে উঠেছেন।” এরপর নির্মাতারা রাম নবমীর শুভেচ্ছা জানান এবং পোস্টারটি তৈরি করার জন্য রণবীর অনুরাগীদের ধন্যবাদ জানান। তাতেই রোষে ফেটে পড়তে শুরু করল নেটমহল।
এই পোস্টটি দেখে প্রথমে অনুরাগীরা ভেবেছিলেন এটা ছবির আসল পোস্টার। পরে কমেন্ট মন দিয়ে পড়ে আশা হত হতে হয় সকলকে। তারপর সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ মন্তব্য করেছেন, “আমরা টিজারের জন্য অপেক্ষা করছি”, কেউ আবার লিখলেন, “রণবীরের রামায়ণের টিজার দেখান” কেউ আবার লিখলেন “জয় শ্রী রাম! আমি ভেবেছিলাম এটি সত্যিকারের পোস্টার।” সত্যিকারের পোস্টার প্রকাশ না করে ফ্যানের তৈরি পোস্টার শেয়ার করায় বেড়েছে ক্ষোভ।
প্রসঙ্গত, এই ছবি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। চলছে পুরো দমে কাজ। তবে এখনও পর্যন্ত কারও লুক প্রকাশ্যে আসেনি। সোশ্যাল মিডিয়ায় যে কয়েকটি ছবি ছড়িয়ে রয়েছে, তার মধ্যে অধিকাংশই AI কিংবা ফ্যানপেজ নির্মিত।