রাজার হালে অঙ্কুশে দেখে সহ্য করতে পারলেন না ঐন্দ্রিলা সেন? এ কী কাণ্ড? খবরের শিরোনাম দেখে অনেকেরই মনে হতে পারে এমন কথা, তবে বিষয়টা ঠিক এর উল্টো। একটু খুলে বলা যাক, শেষ রবিবার টলিপাড়ার বিশেষ পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল। প্রায় গোটা ইন্ডাস্ট্রি সেখানে উপস্থিত হয়ে গিয়েছিলেন। সকলে মিলে সকাল থেকে খাওয়া দাওয়া, নাচ গান, হুল্লোড় সবটাই চলতে থাকে পুরো দমে। রাজবাড়িতে ঢালাও আয়োজন করা হয়েছিল। সকলেই কাজ ভুলে সেদিন হালকা মেজাজে ফ্রেমবন্দি হয়েছিলেন। তালিকায় ছিলেন অঙ্কুশ হাজরা থেকে শুরু করে ঐন্দ্রিলা সেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, কমোলেশ্বর মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দাম, সৌরভ দাস, দেবালয় ভট্টাচার্য আরও অনেকে।
রবিবার পিকনিক স্পট থেকেই একের পর এক ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে বাকি সেলেবরাও রয়ে সয়ে বেশ কিছু ছবি শেয়ার করছেন। এবার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন অঙ্কুশ হাজরা। যেখানে দেখা গেল তাঁকে ঘিরে রয়েছেন সিনেপাড়ার তিন অভিনেত্রী। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন। সেই সময় নিজেকে প্রায় রাজা রাজা মনে হচ্ছিল অঙ্কুশের। অন্তত হাবভাবে সেটাই স্পষ্ট হয়ে যায়। তিনি ক্যাপশনে লিখলেন, ‘ব্যস আমার জীবনে আর কিছু চাইনা । এরকম ভাগ্য যেন প্রতিটা জন্মে আমি পাই’। অঙ্কুশের সেই পোস্ট দেখা মাত্রই একে একে অভিনেত্রীরা কমেন্ট করতে শুরু করলেন। কমেন্ট দেখে তিনি লিখলেন, ”মজা করে ঐন্দ্রিলা লিখলেন, শুধু এখানে আমাদের কপালটাই খারাপ। বুঝে নাও…। ” যদিও ছবিতে থাকা অন্য দুই অভিনেত্রী লাইক দিয়েই ইতি টানলেন। ঝড়ের গতিতে ভাইরাল এই পোস্ট।