রুক্মিণী মৈত্র এখন বলিউডমুখী। বলিউডে ডেবিউ করছেন তিনি। কোনও পার্শ্বচরিত্রে নয়, খোদ হিরোইনের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। বিপরীতে থাকছেন বিদ্যুৎ জামাল। ছবির নাম ‘সনক’। নায়িকার তো ‘ক্লাউড নাইন’-এ থাকার কথা। তাঁর বৃহস্পতি এখন তুঙ্গে। তবু নায়িকার মনে খচখচানি। একরাশ আক্ষেপ। কিন্তু কী নিয়ে এত আক্ষেপ রুক্মিণীর?
রুক্মিণী সুন্দরী। ক্যামেরার সামনে তুখর পোজ দিতে পারেন। ক্যামেরার কতটুকু কোন কৌণিক দূরত্বে দাঁড়ালে তাঁকে আরও সুন্দর দেখাবে তা নায়িকার নখদর্পণে। কেউ ছবি তুলতে চাইলে তাই আনায়াসেই পোজ দিয়ে দেন এই ক্যামেরা-ফ্রেন্ডলি নায়িকা। কিন্তু এই ডিজিট্যাল যুগে সব সময় তো ছবি তোলার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। নিজের ছবি নিজেকেই তুলে নিতে হয়। কিন্তু এই ‘সেলফি’-টা একদমই তুলতে পারেন না রুক্মিণী। নায়িকার হাত কেঁপে যায়। আর তা নিয়েই আক্ষেপ নায়িকার। ‘সেলফি’-তে নায়িকাকে যে অত সুন্দর লাগে না! সদ্যই সোশ্যাল মিডিয়ায় নিজের একটা ‘সেলফি’ পোস্ট করে আক্ষেপ করে লিখেছেন, “সোলফি তুলতে আমি বরাবরই ব্যর্থ, আরও একবার ব্যর্থ হলাম। দয়া করে পরের ছবিগুলো দেখুন প্লিজ,ওগুলো সুন্দর করে তোলা।” সত্যিই পরের ছবিগুলো অসাধারণ। কারণ ছবিগুলো একটাও ‘সেলফি’ নয়, অন্য কেউ তুলে দিয়েছেন।
বছর চারেক আগে দেবের বিপরীতে ‘চ্যাম্প’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন রুক্মিণী। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘পাসওর্য়াড’ এর মত ছবি করে টলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘সুইৎজারল্যান্ড’-এ অভিনয় করে যথেষ্ট প্রশংসা কুড়োন রুক্মিণী।
আরও পড়ুন:প্রচারে বেরিয়ে ‘কৃষ্ণনাম’ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়