‘আমি চেষ্টা করিনি এমনটা নয়…’, কেন বাবা হওয়া হল না সলমনের?

Salman Secret: জীবনে একাধিক বার প্রেম এসেছে সলমন খানের জীবনে। সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর বিয়ে প্রায় ঠিক ছিল। বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল বিয়ের কার্ডও। তবে বিয়ের ঠিক মাস খানেক আগে সেই বিয়ে ভেঙে দেন সলমন খান।

আমি চেষ্টা করিনি এমনটা নয়..., কেন বাবা হওয়া হল না সলমনের?

Mar 06, 2025 | 9:00 AM

বাবা হতে চান সলমন খান। না, বয়স ৬০ ছুঁলেও এখনও বিয়ে করেননি তিনি। তবে বাবা হওয়ার ইচ্ছে দমেনি এতটুকুও। কিন্তু ইচ্ছে থাকলেই যে অনেক সময় উপায় হয় এমনটা কিন্তু নয়। এই যেমন ইচ্ছে থাকা সত্ত্বেও কিছুতেই বাবা হতে পারছেন না সলমন। কেন? মন উজাড় করে সেই ব্যাখ্যাই দিয়েছেন ভাইজান।

তাঁর কথায়, “বাবা হওয়ার প্ল্যান তো আমার ছিল। না, স্ত্রীর প্ল্যান নয়। বরং সন্তানের প্ল্যান ছিল আমার। কিন্তু অনেক আইনি বাধা রয়েছে। ভারতীয় আইন অনুযায়ী আমি চাইলেও বাবা হতে পারব না।” সলমন বিয়ে করেননি, একা পুরুষ বলেই কি দত্তকে বাধা? করণ জোহরের ক্ষেত্রে তো এমনটাই হয়নি। সারোগেসির মাধ্যমে দুই সন্তান রয়েছে। সেই কথা সলমনকে বলতেই তাঁর বক্তব্য, “আমি চেষ্টা করিনি এমনটা নয়। তবে করণের সেই আইন বোধহয় এখন পরিবর্তিত। আমি বাচ্চা খুব ভালবাসি। তবে বাচ্চা এলে সঙ্গে সঙ্গে মা-ও চলে আসবে। আমাদের বাড়িতে তো মায়ের অভাব নেই।”

জীবনে একাধিক বার প্রেম এসেছে সলমন খানের জীবনে। সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর বিয়ে প্রায় ঠিক ছিল। বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল বিয়ের কার্ডও। তবে বিয়ের ঠিক মাস খানেক আগে সেই বিয়ে ভেঙে দেন সলমন খান। এরপর কখনও ঐশ্বর্য রাই বচ্চন আবার কখনও বা ক্যাটরিনা কাইফ– তাঁর প্রেমিকার সংখ্যার শেষ নেই। তবে শেষমেশ কোনও সম্পর্কই পরিণতি পায়নি। এই মুহূর্তে সিঙ্গলই রয়েছেন তিনি। বিয়েরও পরিকল্পনা নেই বলেই দাবি তাঁর।