গৌরী ভাল মা হয়ে উঠতে পারবে না, কোন স্বভাব দেখে এমনটা মনে করতেন শাহরুখ?

Jan 09, 2025 | 3:54 PM

Relationship Gossip: সন্তান ধারণেও বেগ পেতে হয়েছিল গৌরীকে। সেই গৌরীর সঙ্গে সম্পর্কে থাকার সময় শাহরুখের মনে হয়েছিল, তিনি ভাল মা হতে পারবেন না। কেমন এমন কথা মনে হয়েছিল শাহরুখের?

গৌরী ভাল মা হয়ে উঠতে পারবে না, কোন স্বভাব দেখে এমনটা মনে করতেন শাহরুখ?

Follow Us

তিন সন্তানের মা গৌরী খান। সন্তানদের জন্য সারাক্ষণই আর পাঁচটা মায়ের মতো লড়াই করে যাচ্ছেন তিনি। পুত্র আরিয়ান খান যখন মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন, গৌরী ভেঙে পড়েছিলেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিল, তা প্রতিটা ছবি থেকে ভিডিয়োতে ছিল স্পষ্ট। সেই সন্তানের জন্ম দিতে গিয়ে তাঁর প্রাণ সংশয় হয়েছিল। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী গৌরীর মাথার কাছে বসে নাকি অঝোরে কেঁদেছিলেন তাঁর স্বামী বলিউড বাদশাহ শাহরুখ খান। সন্তান ধারণেও বেগ পেতে হয়েছিল গৌরীকে। সেই গৌরীর সঙ্গে সম্পর্কে থাকার সময় শাহরুখের মনে হয়েছিল, তিনি ভাল মা হতে পারবেন না। কেমন এমন কথা মনে হয়েছিল শাহরুখের?

অতীতে ‘কফি উইথ করণ’ টক শোয়ে এসে স্ত্রী সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছিলেন শাহরুখ। বলেছিলেন, “গৌরী যদি আমার স্ত্রী নাও হতো, তা হলে যে কোনও ব্যক্তিরই ভাল স্ত্রী হতে পারত। ও খুবই সাধারণ। সন্তানদের মানুষ করেছে মধ্যবিত্ত মূল্যবোধে।”

তারপরই গৌরী কেমন মা, তা জানিয়েছিলেন শাহরুখ। তিনি বলেছিলেন, “আমার মনে হয়েছিল ও ভাল মা হয়ে উঠতে পারবে না। আগে গৌরীর সঙ্গে আমি যতখানি মিশেছিলাম, তাতে দেখতাম ও বাচ্চাদের ততটা পছন্দ করে না। কিন্তু পরবর্তীকালে সন্তানদের ক্ষেত্রে আমার সেই ধারণা ভেঙে খানখান করে দিয়েছিল গৌরী। ও একজন দারুণ মা। গৌরীর কারণেই আমি নিশ্চিন্তে আছি আমার বাচ্চাদের নিয়ে।”

Next Article