Sreelekha Mitra: ‘আমার মনে হয় যাওয়ার সময় হয়ে গিয়েছে…’, কোন হতাশা গ্রাস করল শ্রীলেখাকে?

Jul 16, 2024 | 4:24 PM

Tollywood: সদ্য অম্বানিদের গালা বিবাহ আসরে নিমন্ত্রণ পেয়ে হাজির হতে দেখা গেল টলিপাড়ার একগুচ্ছ অতিথিদের। নুসরত জাহান, যশ দাশগুপ্ত, রুক্মিনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায় অনেকেই ছিলেন সেই তালিকায়। তাঁদের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল।

Sreelekha Mitra: আমার মনে হয় যাওয়ার সময় হয়ে গিয়েছে..., কোন হতাশা গ্রাস করল শ্রীলেখাকে?
শ্রীলেখা মিত্র

Follow Us

অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বরাবরই স্পষ্ট কথা বলতে তিনি খুব একটা ভাবেন না। প্রতিটা ক্ষেত্রেই নিজের মত দাপটের সঙ্গে তুলে ধরতে দেখা যায় তাঁকে। তিনি যা মনে করেন, যা বিশ্বাস করেন, তা প্রকাশ্যে বলতে দ্বিধাবোধ করেন না। সে রাজনীতি হোক কিংবা কোনও সামাজিক বিষয়। আবার তাই তাঁর তালিকা থেকে বাদ রইল না অম্বানিদের বিয়ে। কী এমন ঘটল সেখানে যা দেখে একেবারে স্বর্গে যাওয়ার কথা বলে বসলেন তিনি। সদ্য অম্বানিদের গালা বিবাহ আসরে নিমন্ত্রণ পেয়ে হাজির হতে দেখা গেল টলিপাড়ার একগুচ্ছ অতিথিদের। নুসরত জাহান, যশ দাশগুপ্ত, রুক্মিনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায় অনেকেই ছিলেন সেই তালিকায়। তাঁদের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল।

আর তা দেখেই রীতিমত রে-রে করে উঠলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বেশ লম্বা একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় করে বসলেন তিনি। যেখানে লিখলেন, ‘নোংরা এগজিবিশন চলছে। মানুষ সেগুলোই গিলছে। আমাদের এখানের তারকারা ভাড়া করা পোশাক আর গয়না পরে ছবি তুলে বোঝাচ্ছে তাঁরা ভিভিআইপি। আর কিছু মানুষ তাঁদের দেখে বলছে বাঙালি হিসেবে ‘গব্বো’ বোধ হচ্ছে। এবার আমার মনে হয় যাওয়ার সময় হয়ে গিয়েছে… বিয়ের সার্কাসে নয় স্বর্গে। পার্সোনাল ডিগনিটি বলে আর কিছু রইল না। সবার হাতে কালারড ব্রেসলেট লক্ষ্য করবেন, তাতে নির্ধারিত আপনি কোন এরিয়া অবধি যেতে পারবেন। আর তারপর যেতে দেবে না।’

অর্থাৎ ভাড়া করে পোশাক পরে সকলের নজর কাড়া যুক্তিহীন বলেই মনে করেছেন তিনি। পাশাপাশি অম্বানি পরিবারের বিয়েতে যে বিশেষ ব্রেসলেট নিয়ম রয়েছে, তা অনেকেই লক্ষ্য করেছেন হয়তো। যেখানে দেখা গিয়েছে এক এক জনের হাতে এক এক রকমের বেল্ট। এমনই বেশ কিছু বিষয় লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরক মন্তব্য শ্রীলেখার।

Next Article