
রুপোলি পর্দা যতটা উজ্জ্বল ও চকচকে, দর্শকদের ভালবাসা পাওয়া যায়, ততটাই কঠিন হল বছরের পর বছর দর্শকদের মনের মণিকোঠায় থেকে যাওয়া। আর্ক আলোর নিচেই পথ বড়ই পিছল, একটু ভুলেই কক্ষচ্যুত হতে হয়। অনেক তারকাই নানা কারণে হারিয়ে যায়। এমনই এক উজ্জ্বল মিষ্টি নায়িকা এনা সাহা, সেই সিরিয়াল থেকে দর্শকদের মনে স্থান পেয়েছিলেন, বেশকিছু ছবিতেও নিজের পরিচিতি তৈরি করেছিলেন, তবে মাঝে অনেকটা সময় পর্দায় অনুপস্থিত তিনি। কী এমন হল এনার? এখন কী করছেন এনা সাহা?
অবশেষে TV9 বাংলার পক্ষ থেকে তাঁকে ফোনে যোগাযোগ করা গেল, অনেক কথাই জানালেন তিনি, সম্পর্কের ভাঙন থেকে কেরিয়ারে প্রভাব পড়েছিল, তবে এখন তিনি নিজেকে আবার গুছিয়ে নিচ্ছেন। নিজের অভিনয়, কেরিয়ার থেকে শুরু করে প্রযোজনা সংস্থার অসমাপ্ত কাজ শেষ করা। তিনি জানালেন, ‘প্রযোজনা সংস্থার কিছু ঝামেলা হয়, সেই প্রযোজনা সংস্থার রিবুটিং এর কাজ করছি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘ডাক্তার কাকু’ ছবির শ্যুট শেষ হয়ে আটকেছিল, সেই ছবির ডাবিং শুরু হয়েছে। চেষ্টা করছি ছবিটি শীঘ্রই মুক্তি দেবার। এছাড়াও দুটো ছবির শ্যুট শেষ হয়ে গিয়েছিল, ‘চারকন্যা’ ও ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’, এই ছবিগুলির কাজ শেষ করতে চাই ‘।
এই প্রসঙ্গেই উঠে এল টলিপাড়ায় গুঞ্জন ছিল , যশ ও নুসরতের সঙ্গে ঝামেলার কারণে ছবিটি আটকে, এই প্রসঙ্গে এনা বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে খুব বেশিদিন কেউ কারোর উপর রাগ করে থাকতে পারে না, নুসরত দিদির সঙ্গে কথা হয়েছে, সমস্যা মিটে গিয়ে ওই ছবিটিও শেষ করার প্রক্রিয়ায় আছে’।
এনার জীবনে সম্পর্ক ভেঙেছে, এখন এনার জীবনে প্রেম আছে ?
এর উত্তরে অভিনেত্রী বললেন, “আমি এই মুহূর্তে কোনও রকম সম্পর্ক নিয়ে ভাবার মতো অবস্থায় নেই। মন ভেঙেছে, সেখান থেকে নতুন করে নিজের জীবনকে গুছিয়ে নিতে চাইছি। প্রেম ভালবাসা নিয়ে কোনও মন্তব্য করার মত অবস্থাতেই নেই। তবে আমি বলতে পারি আমি সিনেমার প্রেমে রয়েছি, কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাইছি”।
কিছুদিন আগেই অভিনেত্রী মুম্বইয়ে একটি কাজ করে এসেছেন, তবে সেটা বিজ্ঞাপনের কাজ, টলিপাড়ায় আবার যোগাযোগ করছেন তিনি, ওয়েব সিরিজ এর কাজ করতে আগ্রহ থাকলেও মেগা সিরিয়াল এই মুহূর্তে করতে চাইছেন না। কারণ নিজের প্রযোজনা সংস্থার অসম্পূর্ণ কাজ শেষ করতে হলে সময় দিতে হবে। সেটাই করছেন এনা।