
গত শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫-এ প্রথম সন্তানের জন্ম দিয়েছেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সামাজিক মাধ্যমে তাঁরা জানিয়েছেন যে, তাঁদের রাজপুত্রের নাম রেখেছেন ‘বিহান কৌশল’। তবে পিতৃত্বের এই নতুন সফরে ভিকির জীবনে যোগ হয়েছে এক অদ্ভুত ভয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, বিহান আসার পর থেকেই তিনি সারাক্ষণ নিজের মোবাইল ফোনটি হারিয়ে ফেলার আতঙ্কে থাকেন!
‘জাস্ট টু ফিল্মি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভিকি কৌশল বলেন, “বাবা হওয়ার পর সময়ের গুরুত্ব হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। এখন জীবনের কেন্দ্রবিন্দু বদলে গেছে। সত্যি বলতে, জীবনে এই প্রথমবার আমি ফোন হারিয়ে ফেলার ভয়ে সিঁটিয়ে থাকি। আগে এসব নিয়ে মাথা ঘামাতাম না, কিন্তু এখন ফোনে আমার ছেলের অজস্র ছবি আর ভিডিও রয়েছে। সারাক্ষণ মনে হয়— ‘ব্যাস, ফোনটা যেন হারিয়ে না যায়’। বাচ্চার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত অমূল্য, আর সেই স্মৃতিগুলো ফোনে বন্দি থাকে।”
পিতৃত্বের স্বাদ নিয়ে ভিকি আরও বলেন, “এটা সবথেকে জাদুকরী অনুভূতি। মাঝে মাঝে মনে হয় কোনও শব্দ বা বিশেষণ দিয়ে এই অনুভূতি বোঝানো সম্ভব নয়। কখনো কখনো মনে হয় নিজের জীবন দিয়ে সন্তানের কাছে উদাহরণ তৈরি করতে হবে। বিহান আমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ।”
ছেলের নাম ঘোষণা করার সময় ভিকি ও ক্যাটরিনা একটি অতি মনোরম ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে নবজাতকের ছোট্ট হাতটি আগলে রেখেছেন তাঁরা। ক্যাপশনে লিখেছেন, “আমাদের আলোর দিশারি— বিহান কৌশল। আমাদের প্রার্থনা কবুল হয়েছে। জীবন সুন্দর। এক নিমেষেই আমাদের পৃথিবীটা বদলে গেল। এই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশের ঊর্ধ্বে।”
৪৩ বছর বয়সী ক্যাটরিনা এবং ৩৭ বছর বয়সী ভিকি গত বছর সেপ্টেম্বরে তাঁদের সন্তান আগমনের খবর জানিয়েছিলেন। ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন এই জনপ্রিয় তারকা জুটি।