‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি ঘোষ দস্তিদারের জীবনে এখনও পর্যন্ত কোনও বাসা তৈরি হল না পাকাপাকি (এখনে বাসা বলতে সংসার– সুখী বিবাহিত জীবন)। কুমারী পাখি ঘোষ দোস্তিদার, ওরফে অভিনেত্রী মধুমিতা সরকার বাংলা সিরিয়ালে অভিনয় করতে আসার পরপরই বসন্তের হাওয়া টের পেয়েছিলেন। তাঁর প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’-এর নায়ক সৌরভ চক্রবর্তীকেই মন দিয়ে বসেছিলেন। ষোলো বছরেই সংসারী। প্রায় পালিয়ে বিয়ে। বিয়েটা সেরে ফেলেছিলেন অভিনেত্রী। তারপর কিছু বছরের দাম্পত্য এবং শেষে বিচ্ছেদ। একদা ‘সুখী’ দম্পতি সৌরভ-মধুমিতা এখনও পর্যন্ত মানুষের আলোচনার হট টপিক। তাই এখনও নানা সাক্ষাৎকারে ঘুরে ফিরে আসে সেই প্রসঙ্গ। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া কনটেন্ট মেকারের নেওয়া প্রথম সাক্ষাৎকার পর্বে অতিথি হয়ে গিয়েছিলেন মধুমিতা। এবং সেই সাক্ষাৎকারে গিয়েও মধুমিতাকে সম্মুখীন হতে হয়ে প্রাক্তন স্বামী ‘সৌরভ’ প্রসঙ্গের। তিনি কেন সৌরভের পরিচালনায় কাজ করেন না কিংবা তাঁর সঙ্গে কোনওদিনও ভবিষ্যতে ডেটে যাবেন কি না, তা নিয়ে প্রশ্ন করা হয় মধুমিতাকে।
এমন এক বাঁকা প্রশ্ন বুদ্ধিমতীর মতো সামলেছেন মধুমিতা। প্রথমেই জানিয়ে দিয়েছেন তাঁর কাছে ডেট মানে কী? মধুমিতার কাছে ডেটে যাওয়া মানে নতুন-নতুন মানুষের সঙ্গে দেখা করা। রোম্যান্স করা নয়। ফলে বাদশাহ শাহরুখ খান, সহকর্মী বিক্রম চট্টোপাধ্যায়, একসময়কার ‘রটনা’ সৌরভ দাস, ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়, গায়ক অনুপম রায়ের সঙ্গে সুযোগ পেলে তিনি ডেটেই যাবেন। তাঁদের সঙ্গে গরম কফির কাপে চুমুক দেবেন। এমন ডেটে কি মধুমিতা প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীর সঙ্গেও যাবেন? উত্তরে জানিয়েছিলেন, হ্যাঁ, তিনি যাবেন। তবে কথাটি বলতে গিয়ে তিনি প্রথমে হকচকিয়ে গিয়েছিলেন খুবই।
এই মুহূর্তে নাকি সিঙ্গল জীবন কাটাচ্ছেন মধুমিতা। বলেছেন, এখনও তিনি তাঁর জীবনের আদর্শ পুরুষকে খুঁজে পাননি। তিনি আর্জি জানিয়েছেন, তাঁর মতো মেয়েকে যাঁর/যাঁদের ভাল লাগে, তাঁর জন্য তিনি আছেন।