দক্ষিণের পর কি এবার বলিউডে আল্লু অর্জুন? কী পরিকল্পনা ‘পুষ্পা’র

Allu Arjun: হাতে গোনা কয়েকজন স্টারদের চিনলেও তাঁদের প্রতি ছিল না সেই খিদে। বর্তমানে সেই সমীকরণ আমুল পাল্টে গিয়েছে। যা দেখা মাত্রই সকলের চোখ কপালে। কারণ একটাই, বক্স অফিস কালেকশন, ছবির জনপ্রিয়তা।

দক্ষিণের পর কি এবার বলিউডে আল্লু অর্জুন? কী পরিকল্পনা 'পুষ্পা'র
এবার আসরে নামছে শ্রীলীলা। শ্রীলীলা দক্ষিণী অভিনেত্রী। এবার তাঁর আইটেম ডান্সে ঝড় তুলতে চলেছে ছবি। সঙ্গে থাকছেন পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুন। রবিবার সন্ধ্যা ৭ টা ২ মিনিটে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাচ্ছে ‘কিসিক’ গান।
Follow Us:
| Updated on: Nov 26, 2024 | 4:34 PM

দক্ষিণী দুনিয়ার সুপারস্টারদের চাহিদা এখন দেশ জুড়ে। আগে দক্ষিণী ছবি ‘ডাব’ করে বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচার করা হতো। নয়তো ভাল ভাল দক্ষিণী ছবিকেই বানিয়ে ফেলা হতো হিন্দিতে বা যে কোনও আঞ্চলিক ভাষায়। বাংলা বা টলিউডও সেই তালিকা থেকে বাদ পড়ত না। সেই সুবাদেই খুব একটা পরিচিতি ছিল না সাধারণের সঙ্গে দক্ষিণের সুপারস্টারদের। হাতে গোনা কয়েকজন স্টারদের চিনলেও তাঁদের প্রতি ছিল না সেই খিদে। বর্তমানে সেই সমীকরণ আমুল পাল্টে গিয়েছে। যা দেখা মাত্রই সকলের চোখ কপালে। কারণ একটাই, বক্স অফিস কালেকশন, ছবির জনপ্রিয়তা।

আরআরআর হোক বা পুষ্পা, আল্লু অর্জুন হোক বা রাম চরণ, দর্শকদের কাছে এখন এই নামগুলো খুব কাছের। বলিউড রাতারাতি যেন বাড়িয়ে ফেলেছে একগুচ্ছ প্রতিযোগিতা। কারণ একটাই পাল্লা দিয়ে এখন সাউথের ছবি মুক্তি পাচ্ছে হিন্দিতে। তার জেরেই এবার না থাকছে রিমেকের অবকাশ, না থাকছে বক্স অফিস প্রতিযোগিতা থেকে নিস্তার।

দক্ষিণের এই সুপারস্টারেরা কি বলিউড থেকে ডাক পেলে ছবি করবেন! বলিউড ইতিমধ্যেই চিন্তায়, তার মধ্যে যদি ছবি নির্মাতা ও পরিচালকদের নজরে এই দক্ষিণী সুপারস্টারেরাও জায়গা করে নেয়, তবে প্রতিযোগিতা যে কোনও মাত্রায় বাড়বে তা আর বলার অবকাশ রাখে না। তবে দক্ষিণী স্টারেরা কি সেই প্রস্তাবে রাজি হবেন! সবার উত্তর জানা না থাকলেও পুষ্পা স্টার আল্লু অর্জুন এই বিষয় নিজের মতামত জানিয়েছিলেন।

আল্লু অর্জুনের কথায়, তিনি সম্প্রতি বলিউড থেকে একটি প্রস্তাব পেয়েছেন। তবে সেই ছবির চিত্রনাট্য তাঁর খুব একটা ভাল লাগেনি বলে তিনি তা গ্রহণ করেননি। তবে আল্লু অর্জুনের কথায়, নিঃসন্দেহে তাঁর কাছে বলিউড বা হিন্দি একটা অস্বস্তির জায়গা, তবে ভাল প্রস্তাব পেলে নতুন কিছু করে দেখার ইচ্ছে তাঁর আছে। ফলে মনের মত চিত্রনাট্য পেলেই বলিউডে অভিষেক ঘটতে পারে পুষ্পারাজের সেই বিষয় কোনও প্রশ্নের অবকাশ আর থাকে না।