
হিরো হওয়ার স্বপ্ন নিয়ে পঞ্জাব থেকে মুম্বইয়ে পা দিয়েছিলেন ধর্মেন্দ্র। জীবন টানতে গ্য়ারাজে বহুদিন কাজ করেছেন অল্প পারিশ্রমিকে। প্রথম ছবি যখন পেলেন, তখন হাতে পেলেন মাত্র ৫১ টাকা! তবে লম্বা দৌঁড়ের ঘোড়া ধর্মেন্দ্র ছয় দশকের বলিউড হিম্য়ান। ৫১ দিয়ে শুরু করা নায়কের সম্পত্তির পরিমাণ এখন প্রায় ৫০০ কোটি। কিন্তু জানেন কী, প্রয়াত বলিউডের হিম্য়ানের এই বিশাল সম্পত্তির কানাকড়িও পাবেন না তাঁর প্রথম স্ত্রী হেমা! হ্য়াঁ, বিষয়টা ঠিক এমনই।
বেশ কয়েকবছর হল বলিউড অভিনেতারা সিনেমায় অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ খুলছেন। এই পথে হেঁটেছিলেন ধর্মেন্দ্রও। হিম্যান নামেই খুলেছিলেন রেস্তোরাঁ। মুম্বইয়ের লোনাভেলায় ১০০ একর জমির উপর তৈরি হয়েছে ধর্মেন্দ্রর বিলাসবহুল ফার্মহাউজ। যাঁর আনুমানিক মূল্য ১২০ কোটি টাকা। এই ছাড়াও মুম্বইয়ের নানা এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধর্মেন্দ্র বেশ কয়েকটি বিলাসবহুল বাংলো এবং রিসর্ট।
পাশাপাশি মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বাড়ি-জমি মিলিয়ে ১৭ কোটি টাকার সম্পত্তির রয়েছে ধর্মেন্দ্র নামে। এছাড়াও চাষের জমি এবং কৃষিঅযোগ্য জমি মিলিয়ে ১.৪ কোটি টাকার একটি সম্পত্তির মালিক তিনি। তবে এত সম্পত্তির থেকে একটি টাকাও পাচ্ছেন না হেমা মালিনী।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়নি তাঁর। সেটা করতেও চাননি ধর্মেন্দ্র। কিন্তু হেমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র। সেই প্রেক্ষিতে তাঁদের বিয়ে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বৈধ নয়। তবে দ্বিতীয় পক্ষের দুই কন্যা এষা দেওল ও অহনা দেওল বাবার সম্পত্তি পেতে পারেন উত্তরাধিকার সূত্রে।