আল্লু অর্জুন, দক্ষিণী স্টার। প্যান ইন্ডিয়ায় দর্শকদের মন জয় করেছিলেন পুষ্পা ছবি মুক্তি পাওয়ার পর। পুষ্পা লুকে সকলের মন জয় করেছিলেন তিনি। যবে থেকে প্রথম পর্ব মুক্তি পেয়েছিল তবে থেকেই ভক্ত মনে প্রশ্ন তুঙ্গে। সকলেই বার বার জানতে চেয়েছে কবে আসছে পুষ্পা ২। খুব বেশি দেরি নেই। চলতি বছর অগাস্ট মাসেই আসতে চলেছে এই ছবি। ২০২৩ এর মাঝ থেকেই চুটিয়ে ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। এই ছবিকে ঢেলে সাজাতে মরিয়ে গোটা টিম। মাঝে কিছুদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ছবি শুট। অসুস্থ হয়ে পড়েছিলেন আল্লু আর্জুন। তবে খুব বেশি দিন সময় লাগেনি তাঁর আবারও সেটে ফিরতে। তিনি এখন ব্যস্ত সেই ছবির কাজেই। প্রথম পর্বে দেখা গিয়েছিল পুষ্পা অর্থাৎ ছবিতে আল্লুর সঙ্গে রশ্মিকা মন্দানার সম্পর্ক ও বিয়ে।
তবে রশ্মিকার পাঠ খুব কমই ছিল। এবার পাল্টে যাচ্ছে সেই সমীকরণ। পরিচালক কথা দিয়েছিলেন তিনি এই পর্বে রশ্মিকার অনেকটাই পাঠ রাখবেন। কিন্তু অ্যানিম্যাল স্টার রশ্মিকা নাকি শেষ মুহূর্তে বিপদে ফেলে দিয়েছেন গোটা টিমকে? এমনই গুঞ্জন ছিল সিনেপাড়ায়। তিনি নাকি জানিয়ে দিয়েছিলেন এই ছবিতে তিনি অভিনয় করতে পারবেন না। খবর কানে আসা মাত্রই সকলের কপালেই পড়েছিল চিন্তার ভাঁজ। তবে সত্যি চিন্তার কোনও কারণ নেই।
ছবির ভবিষ্যৎ নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক যদি রশ্মিকা ছবি থেকে সরে দাঁড়ান। কিন্তু এই খবরকে ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছেন খোদ রশ্মিকা। বলেছিলেন তিনি এমন কিছুই সিদ্ধান্ত নেননি। তিনি মোটেও আল্লু অর্জুনের ছবি পুষ্পা ২ থেকে সরে যাচ্ছেন না। রশ্মিকার কথায় স্বস্তির নিঃশ্বাস সিনেপাড়ায়। যদিও রশ্মিকা এখন দক্ষিণী দুনিয়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী। এখন তাঁর লক্ষ্যে কেবলই পুষ্পা ২।