যশ-নুসরতের লিপলক! ব্যক্তিগত সেলিব্রেশনের ছবি ভাইরাল করল কে?
Yash-Nusrat: সম্প্রতি নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছেন যশ ও নুসরত। সেই প্রযোজনা সংস্থার প্রথম ছবি 'সেন্টিমেন্টাল' মুক্তি পেয়েছিলে কিছুদিন আগেই। প্রথমে এই ছবির নাম ছিল 'মেন্টাল'। কিন্তু সেন্সর বোর্ডের আপত্তির কারণে মুক্তির দুই দিন আগে এই ছবির নাম পাল্টে 'সেন্টিমেন্টাল' করা হয়েছিল।

নুসরত জাহান মানেই বিতর্ক, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শেষ নেই। তাঁর ও যশ দাশগুপ্তের সম্পর্ক নিয়ে নানা কথা। আবারও একটি ভাইরাল হওয়া ভিডিয়ো নিয়ে বসিরহাটের সাংসদকে তুলোধনা করেছেন নেটিজেনরা। কী এমন করেছেন নুসরত যে তাঁর ভিডিয়ো নিয়ে হচ্ছে এত চর্চা? যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর এক লিপলকের ভিডিয়ো ভাইরাল হয়েছে। অনেকেরই প্রশ্ন, “ব্যক্তিগত ভিডিয়ো কেন সামাজিক মাধ্যমে?” অনেকেই আবার টেনে এনেছেন তাঁর রাজনৈতিক পরিচয়ও। তিনি বসিরহাটের সাংসদ, একজন জনপ্রতিনিধি। তাঁর চুমুর ভিডিয়ো যে অনেকেই ভালভাবে নেবেন না সে কথা মনে করিয়ে দিয়েছেন কেউ কেউ।
তবে প্রশ্ন হল, নুসরতের ভিডিয়ো ভাইরাল করল কে? কোথা থেকেই সেই ছবি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল? নুসরত ও যশের একটি পার্টির ভিডিয়ো ছবি। বর্ষশেষের উদযাপনে মেতে উঠেছিলেন তাঁরা। ভালবেসে হঠাৎই নুসরতকে চুমু খেয়ে বসেন যশ। নুসরতও দেন সাড়া। এই ছবি শেয়ার করা হয়েছে এক ফ্যানক্লাবের তরফে। যা পুনরায় শেয়ার করেছেন নুসরত নিজেই। কটাক্ষকে কোনওদিনই পাত্তা দিতে নারাজ তিনি। সাহসী ছবিই হোক বা ব্যক্তিগত জীবন নিয়ে নানা রটনা– ট্রোলিং যে তাঁর জীবনে খুব একটা প্রভাব ফেলে না সে কথা স্পষ্ট ভাবেই আগেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছেন যশ ও নুসরত। সেই প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘সেন্টিমেন্টাল’ মুক্তি পেয়েছিলে কিছুদিন আগেই। প্রথমে এই ছবির নাম ছিল ‘মেন্টাল’। কিন্তু সেন্সর বোর্ডের আপত্তির কারণে মুক্তির দুই দিন আগে এই ছবির নাম পাল্টে ‘সেন্টিমেন্টাল’ করা হয়েছিল। সে নিয়ে বেজায় চিন্তায় ছিলেন ওঁরা। ছবিটির গানগুলি সামাজিক মাধ্যমে চর্চিত হলেও বক্স অফিসে মোটেও ভাল ব্যবসা করেনি এই ছবি।
View this post on Instagram





