কলকাতার মঞ্চ কাঁপিয়ে রাতপার্টি, কার গানে জমিয়ে নাচ হানি সিং-এর?
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, রিঙ্কু সিং, বৈভব আরোরা, মণীশ পাণ্ডে, অনুকুল রায় প্রমুখেরা। এদিন খেলোয়াড়দের অনুষ্ঠানে স্বাগত জানালেন হানি সিং নিজে।

কলকাতাবাসী এমনিতেই হুজুগে, তার উপর যদি হয় গান, তাহলে তো কথাই নেই। এই গরমে শহরের উত্তাপ আরও বেড়ে গেল গত শনিবার বিকালে ৷ কলকাতার জনগণের মধ্যে গানে-গানে উষ্ণতার পারদ চড়ালেন ইয়ো ইয়ো হানি সিং ৷
অডি ব়্যাপ আইকনের ইন্ডিয়া ট্যুর শেষ হল কলকাতায় লাইভ কনসার্টে, মিলিনিয়ার কনসার্ট ট্যুরের শেষ স্টপেজ হল এই কলকাতায় ৷ ব়্যাপার-সিঙ্গার সন্ধে মাতালেন ব্লু আইজ, ডোপ শোপ, লাভ ডোজ, আংরেজি বিট ও ব্রাউন রিং-এর মতো নানা হিট গান গেয়ে ৷ নিউটাউনে অ্যাকোয়াটিকাতে বসেছিল গানের আসর ৷
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্যস্ত সূচির মধ্যেই একটু স্বস্তির মুহূর্ত কাটালেন কলকাতা নাইট রাইডার্সের তারকারা। শনিবার, কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘মিলিনিয়ার ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে জনপ্রিয় গায়ক হানি সিংয়ের লাইভ কনসার্টে অংশ নেন কেকেআরের তারকা ক্রিকেটাররা। দারুণ মজার মুহূর্ত কাটালেন ক্রিকেটাররা। ‘করব লড়ব’ গানও দর্শকদের মাতালো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, রিঙ্কু সিং, বৈভব আরোরা, মণীশ পাণ্ডে, অনুকুল রায় প্রমুখেরা। এদিন খেলোয়াড়দের অনুষ্ঠানে স্বাগত জানালেন হানি সিং নিজে।
তবে এইখানেই শেষ হল না উত্তেজনা। এই কনসার্ট শেষ হলে শহরের পাঁচতারা হোটেলে বসেছিল আফটার শ্যো পার্টি। সেখানে এই শ্যো-এর কর্মকর্তা ও ফ্যানদের সঙ্গে হিন্দি ছবির গান ‘ম্যাচে হু লখন’-এর ছন্দে পা মেলালেন গায়ক। কলকাতায় পারফর্ম করে দারুণ মজা পেয়েছেন হানি সিং। তাই আফটার পার্টিতে তাঁর কোনও ক্লান্তি চোখে পড়েনি। উদ্দাম নাচ করেছেন ভক্তদের সঙ্গে। স্যোশাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। কলকাতায় শ্যো-এর পর আফটার পার্টিতে উদ্দাম নাচ করলেন হানি সিং ঠিকই, তবে নিজের কোনও গান নয়, অন্যদের গানেই জমিয়ে নাচলেন গায়ক।
