Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মিঠুন শ্রীদেবীর প্রেম ধরে ফেললেন যোগিতা বালি, তারপর যা বললেন তা মারাত্মক!

মিঠুন চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে কথা উঠলেই শ্রীদেবীর সঙ্গে তাঁর প্রেমের প্রসঙ্গ আসবেই। আর সঙ্গে আসবে, বলিউডের সেই দাবানল ফেলে দেওয়া গুঞ্জন। মিঠুন নাকি গোপনে শ্রীদেবীকে বিয়ে করে ফেলেছিলেন। তবে এই রটনা যখন মিঠুনের বর্তমান স্ত্রী যোগিতা বালির কানে ওঠে, তখনই বিস্ফোরক মন্তব্য করে বসেন, একসময়ের বলিউডের পর্দা কাঁপানো অভিনেত্রী ।

মিঠুন শ্রীদেবীর প্রেম ধরে ফেললেন যোগিতা বালি, তারপর যা বললেন তা মারাত্মক!
Follow Us:
| Updated on: Mar 21, 2025 | 5:09 PM

মিঠুন চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে কথা উঠলেই শ্রীদেবীর সঙ্গে তাঁর প্রেমের প্রসঙ্গ আসবেই। আর সঙ্গে আসবে, বলিউডের সেই দাবানল ফেলে দেওয়া গুঞ্জন। মিঠুন নাকি গোপনে শ্রীদেবীকে বিয়ে করে ফেলেছিলেন। তবে এই রটনা যখন মিঠুনের বর্তমান স্ত্রী যোগিতা বালির কানে ওঠে, তখনই বিস্ফোরক মন্তব্য করে বসেন, একসময়ের বলিউডের পর্দা কাঁপানো অভিনেত্রী ।

সিনেমার পর্দা থেকে বহুদিন আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন যোগিতা বালি। স্বেচ্ছায় বেছে নিয়েছেন মিঠুনের সংসার। সন্তানদের নিয়ে সেই সংসারেই রয়েছেন দিব্যি। কখনই তাঁর মুখে মিঠুন ও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্যই শোনা যায়নি। তবে কয়েক বছর আগে টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে যোগিতা জানিয়ে ছিলেন মিঠুনের সংসার নিয়ে তাঁর অন্তরের কথা।

সেই সাক্ষাৎকারে যোগিতা স্পষ্টই বলেছিলেন, শ্রীদেবী আর মিঠুন যে প্রেমে ছিলেন, তা নানা জায়গা থেকে শুনতাম। এমনকী শুনেছিলাম মিঠুনের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর নাকি শ্রীদেবী খুব ভেঙে পড়েছিলেন। শোনার আমারও বেশ খারাপ লেগেছিল। দুজন মানুষ ভালোবেসে একসঙ্গে না থাকতে পারলে, কষ্ট তো হবেই!

এরপরই বিস্ফোরক মন্তব্য করলেন যোগিতা। তিনি জানান, যদি মিঠুন দ্বিতীয় স্ত্রী রাখতেন আমার কোনও অসুবিধা ছিল না। আমি মেনেই নিতাম।

উল্লেখ্য, শ্রীদেবী ছাড়াও মিঠুনের সঙ্গে নাম জুড়েছিল অভিনেত্রী হেলেনা লুকের। তাঁরা নাকি করেছিলেন বিয়েও।