বিয়ের দুবছর পর সোনাক্ষীকে নিয়ে বড় কথা বলে ফেললেন জাহির ইকবাল! জানেন তাঁর কীসের আফসোস ?

সোনাক্ষী সিনহাকে যখন বিয়ে করেন অভিনেতা জাহির ইকবাল, সেই সময় সোশাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছিল। হিন্দু ঘরের মেয়ে হয়ে কেন মুসলিম ছেলেকে বিয়ে করলেন সোনাক্ষী, তা নিয়েও নীতি পুলিশরা চর্চা শুরু করেছিল। কিন্তু ও সব মন্তব্যকে একেবারেই পাত্তা দেননি সোনাক্ষী বা জাহির।

বিয়ের দুবছর পর সোনাক্ষীকে নিয়ে বড় কথা বলে ফেললেন জাহির ইকবাল! জানেন তাঁর কীসের আফসোস ?

|

Oct 04, 2025 | 7:04 PM

সোনাক্ষী সিনহাকে যখন বিয়ে করেন অভিনেতা জাহির ইকবাল, সেই সময় সোশাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছিল। হিন্দু ঘরের মেয়ে হয়ে কেন মুসলিম ছেলেকে বিয়ে করলেন সোনাক্ষী, তা নিয়েও নীতি পুলিশরা চর্চা শুরু করেছিল। কিন্তু ও সব মন্তব্যকে একেবারেই পাত্তা দেননি সোনাক্ষী বা জাহির। বরং গোপনে গোপনে প্রেম করে, জমজমাটভাবে বিয়েটা সেরে ফেলেছিলেন।

সোনাক্ষী ও জাহিরের বিয়ের দু বছর কেটেছে। আর দু বছর কাটতেই জাহির ফাঁস করলেন গোপন তথ্য। যা এখনও মনে করলে, আফসোস করেন জাহির।

কী ঘটেছিল জাহির ও সোনাক্ষীর মধ্যে?

বহু বছর প্রেম করার পর ২০২৪ সালের ২৩ জুন সাত পাকে বাঁধা পড়েন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ইতিমধ্যেই প্রায় দুবার বিদেশে গিয়ে হানিমুনও সেরে ফেলেছেন সোনাক্ষী সিনহা ও জাহির। সুখের সংসারও চলছে। কিন্তু তাঁর মাঝেও জাহিরের আফসোসের শেষ নেই। যখনই সোনাক্ষীর সঙ্গে প্রথম সাক্ষাতের ঘটনার কথা মনে পড়ছে। তখনই দীর্ঘ নিশ্বাস। বুকভরা হতাশা! আর বার বার একটা কথাই বলে চলেন, প্রথম ডেটে বেরিয়ে যদি সোনাক্ষী ওটা না করত সোনাক্ষী, তাহলে…

এক সাক্ষাৎকারে এই আফসোসের কথা মন খুলে জানালেন জাহির। সোনাক্ষীকে বিয়ে করলেও, তাঁর প্রতি এই একটা বিষয় নিয়ে রেগে আছেন তিনি, তাও জানালেন জাহির।

নিজের প্রেম ও প্রথম ডেটের কথা বলতে গিয়ে জাহির জানান, ব্য়াপারটা খুব অদ্ভুত ঘটেছিল আমার সঙ্গে। সোনাক্ষী আমাকে মুম্বইয়ের পালি ভবনে দেখা করতে ডেকেছিল। ভেবেছিলাম, আমার প্রথম ডেট হবে সেটা। কিন্তু ওখানে গিয়ে দেখি, সোনাক্ষী সঙ্গে করে দুজন বন্ধু নিয়ে এসেছে। প্রথম ডেট নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। সব স্বপ্ন জলে। সোনাক্ষীকে পরে এসব নিয়ে প্রশ্ন করায় বলেছিল, আমাকে নাকি যাচাই করতে বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছিল। প্রথম দেখাটাই আমার বিরক্তিকর হয়ে গিয়েছিল। এটাই আমার সবচেয়ে বড় আফসোস।