ক্যাটরিনা কইফ। বরাবরই বলিউডে যাঁর দাপট চোখে পড়ার মতো। তবে মেজাজ দেখিয়ে কোনওদিন খবরের শিরোনামে আসেননি তিনি। সকলের সঙ্গেই বেশ মিষ্টি ব্যবহার করতে দেখা যায় তাঁকে। ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রে কয়েকজনের সঙ্গে দূরত্ব বজায় রাখলেও ক্যাটরিনা মূলত বেশ নরম মনের মানুষ। ফলে তাঁর জন্য কারও অসুবিধে হচ্ছে, এটা যেন একপ্রকার মেনে নেওয়ার নয়। যদিও বলিউডের এক অভিনেত্রীর তেমনটাই দাবি। যদিও তিনি সরাসরি ক্যাটরিনার দিকে আঙুল না তুলে, একপ্রকার যেন দোষ দিয়ে বসলেন নিজের কপালকে। তাঁর ভুল, তিনি ক্যাটরিনার মতো দেখতে। আর সেই কারণেই কেরিয়ারে ভয়ানক লড়াইয়ের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।
ঠিকই ধরেছেন, হচ্ছে বলিউড অভিনেত্রী জারিন খানের কথা। যাঁকে নিয়ে বিভিন্ন মহলে প্রথম থেকেই ক্যাটরিনা কইফের নকল বলে নানা কটাক্ষ চলতে থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জারিন খান সেই প্রসঙ্গে বলেন, ‘বীর ছবির পর আমার জীবন খুব কঠিন হয়ে ওঠে। কড়া সমালোচনার মুখে পড়তে হয় আমায়। ছবিটি বেশ বড় মাপের ছিল। আমার জীবন পাল্টে দিয়েছিল। প্রাথমিকভাবে আমার খুব ভাল লাগত যে আমাকে ক্যাটরিনার সঙ্গে তুলনা করা হয়। তবে সেটাই কোথাও গিয়ে সমস্যা হয়ে দাঁড়ায়। ইন্ডাস্ট্রিতে আমি খুব ছোট ছিলাম। এখানে অধিকাংশ মানুষকেই চিনতাম না। আমি পরিচালক, প্রযোজকদের নাম জানতাম, তবে তাঁদের মুখ চিনতাম না। তবে অনেকেই মনে করতেন আমি খুব উদ্ধত, কারণ সলমন আমায় ছবির জগতে এনেছেন। একটা সময় ছিল যখন মি বাড়ি থেকে বেরতে ভয় পেতাম, কারণ সকলে আমার পোশাক নিয়ে নানা মন্তব্য করতেন। আমায় মোটা বলা হত। আমার এতে কী করার আছে? আমায় অনেক রকমের নাম দেওয়া হয়। তখন আমি শুধুই বাড়িতে বসে থাকতে চাইতাম।’ যদিও ভাল কাজ, ভাল ছবির অপেক্ষায় রয়েছেন এখনও জারিন। বলিউডে নিজের কেরিয়ার তৈরি করতে এসেছিলেন, প্রাথমিকভাবে ধাক্কার মুখে পড়লেও, এখনও তিনি চান দাপটের সঙ্গে শুধু কাজটাই করে যেতে।