সিনেমা হলে ঢুকতেই নায়িকার কোমরে চিমটি কাটেন ভক্ত! ছবির প্রিমিয়ারে যা ঘটে তা ভয়ানক
বলিউডের একসময়ের এক নম্বর নায়িকার সঙ্গে যে এমনটা ঘটবে তা আন্দাজও করতে পারেনি কেউই। কিন্তু এমনটা ঘটার পর সত্য়িই প্রশ্ন ওঠে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে অনুরাগীদের ঠিক কেমন ব্যবহার করা উচিত!

বলিউডের একসময়ের এক নম্বর নায়িকার সঙ্গে যে এমনটা ঘটবে তা আন্দাজও করতে পারেনি কেউই। কিন্তু এমনটা ঘটার পর সত্য়িই প্রশ্ন ওঠে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে অনুরাগীদের ঠিক কেমন ব্যবহার করা উচিত!
এ ঘটনা আজকের নয়। সালটা ১৯৭৯। মুক্তি পায় জিনত আমান ও শশী কাপুর অভিনীত রাজ কাপুরের চর্চিত ছবি সত্যম শিবম সুন্দরম। সেই সময় পর্দায় জিনতের বোল্ড অবতার দেখে হইচই পড়ে গিয়েছিল। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছিল সত্যম শিবম সুন্দরম। সঙ্গে এই ছবির কপালে জুটেছিল তুমুল বিতর্কও। সেই ছবির প্রিমিয়ারে ঘটল সেই অঘটন।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। দিল্লিতে এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই পৌঁছেছিলেন জিনত আমান ও শশী কাপুররা। তারকাদের দেখতে দিল্লির বিখ্যাত রিগ্যাল সিনেমা হলের সামনে তুমুল ভিড়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে সেই ভিড় কাটিয়ে হলের মধ্যে ঢোকার সময় বিপাকে পড়লেন জিনত। হঠাৎই তিনি টের পেলেন, তাঁর পেটে কেউ একটা চিমটি কেটেছে। সেদিন চিৎকার করে উঠেছিলেন জিনত। বিরক্ত সহকারে বলেছিলেন, এমন অভব্য আচরণ করলে, এখানে থাকা যাবে না। দায়িত্বে থাকা পুলিশ, সেদিন হাজার চেষ্টা করলেও, ভিড়ের মাঝখান থেকে সেই ব্যক্তিকে ধরতে পারেননি।
এই খবরটিও পড়ুন
এক সাক্ষাৎকারে জিনত এই ঘটনার কথা উল্লেখ করেছেন। সঙ্গে জানিয়ে ছিলেন, আজকে যেমন সেলফির জন্য তারকাদের কাছে আসেন অনুরাগীরা। আগে অটোগ্রাফের জন্য আসতেন। তবে এমন ঘটনার সম্মুখীন পরে আর কখনও হননি জিনত।





